শুভাশিস মণ্ডল, হাওড়া, ইন্ডিয়া নিউজ বাংলা : Basanta Utsav at Howrah আজি বসন্ত জাগ্রত দ্বারে। সাঁতরাগাছি নেতাজি শিশু উদ্যানে ‘সব পেয়েছি আসর’-এর ব্যবস্থাপনায় বসন্ত উৎসব পালিত হল আজ। এদিন সকাল সাড়ে ছটা নাগাদ এলাকার সংস্কৃতিমনস্ক মানুষজনেরা মিলে বসন্তোৎসবে সামিল হলেন। দীর্ঘ দুই বছর করোনা মহামারীর জন্য বাড়ির বাইরে সেভাবে বের হতে পারেনি কচিকাঁচারা। আজ বসন্তোৎসবের এই আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার কচিকাঁচারা নানান নৃত্য ও গানের মধ্যে দিয়ে মেলে ধরল তাঁদের মুন্সিয়ানা। সকাল থেকেই গোটা ‘সব পেয়েছি আসর’ বিভিন্ন আবিরের রঙে সেজে উঠেছে। লাল নীল সবুজ আবিরের রঙের ছোঁয়ায় সকলকে রাঙিয়ে দিতে দেখা গেল জাতি ভেদাভেদ ভুলে। বসন্তোৎসবের এই আয়োজনে স্বতঃস্ফূর্ত সাড়ায় রঙিন হয়ে ওঠে গোটা এলাকা।
সাঁতরাগাছি ‘সব পেয়েছি আসর’-এর এই বসন্তোৎসব এবার দ্বিতীয় বছরে পা দিল। ক্লাবের উদ্যোক্তারা জানালেন, এলাকায় সুস্থ সংস্কৃতি তুলে ধরাই তাঁদের প্রধান লক্ষ্য। তাই গতকাল রাত ২টো পর্যন্ত জেগে মঞ্চ তৈরি থেকে নানান কাজ সেরেছেন ক্লাবের সভ্যরা। বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার এই চেষ্টায় ক্লাবের ভূমিকাকে তারিফ করেছেন এলাকাবাসীরা। এদিনের বসন্তোৎসবে প্রায় পাঁচ শতাধিক মানুষের জমায়েতে রঙিন হয়ে ওঠে। গান-নৃত্যের পাশাপাশি অনুষ্ঠান শেষে আবির দিয়ে রাঙিয়ে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত সকলকে।
Basanta Utsav at Howrah
আরও পড়ুন : ISKCON Mayapur Holi Festival মহাপ্রভুর আবির্ভাব দিবসে হোলি উৎসবে লক্ষাধিক ভক্তের সমাগম মায়াপুরে
আরও পড়ুন : Madan Mohan Temple in Cooch Behar দোল উৎসবে মদনমোহন মন্দিরে উপচে-পড়া ভিড় ভক্তদের
————
Published by Subhasish Mandal