Dhoom of Hola Mohalla at Anandpur Sahib : পঞ্জাবের হোলিতে আনন্দের সঙ্গে বীরত্বের ভিন্ন রঙ দেখা যায়, দশম গুরু, গুরু গোবিন্দ সিং এই বীরত্বমাখা হোলি শুরু করেছিলেন
দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাবে হোলির আনন্দে মাতোয়ার হতে দেখা যায় সব বয়সের মানুষকে। পঞ্জাবে আবার হোলি রঙের রঙীণ হয়ে ফুটিয়ে তোলা হয় বীরত্বও।
পাঞ্জাবের হোলিতে আনন্দের সঙ্গে বীরত্বের ভিন্ন রঙ দেখা যায়।
আনন্দপুর সাহিব, পাঞ্জাবে, হোলির পবিত্র উত্সব হোলা মহল্লা হিসাবে পালিত হয়।দশম গুরু, গুরু গোবিন্দ সিং এই বীরত্বমাখা হোলি শুরু করেছিলেন।
এখানে হোলা মহল্লায় সব ধরনের প্রাচীন ও আধুনিক অস্ত্রে সজ্জিত হাতি ও ঘোড়ায় চড়ে একে অপরের গায়ে রং ছুঁড়তে দেখা যাবে। এর সাথে ঘোড়ায় চড়া, গাটকা, জ্যাভলিন নিক্ষেপ, অস্ত্র ব্যায়াম ইত্যাদি সব ধরনের খেলাও দেখা যাবে