অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা : Cooch Behar Municipality কোচবিহার পৌরসভার চেয়ারম্যান হলেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বৃহস্পতিবার কোচবিহার পৌরসভার বোর্ড গঠন হয়। সেখানেই চেয়ারম্যান হিসাবে প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং ভাইস চেয়ারম্যান হিসাবে আমিনা আহমেদকে নির্বাচিত করা হয়।
চেয়ারম্যান হিসাবে শপথ নেওয়ার পর রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ যে আমাকে কোচবিহার শহরের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। শহরের বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল সরবরাহ, উন্নত নিকাশি ব্যবস্থা গড়ে তোলা, কোচবিহার শহরকে সাজানো-সহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। সবাইকে একসাথে নিয়ে কাজ করা হবে। আগামীকাল থেকেই কাজ করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমে পড়ব এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে থেকে যতটা উন্নয়ন করেছি সেরকমই উন্নয়ন এবার কোচবিহার পৌরসভাতে করে সাজিয়ে তুলব।’
কোচবিহার শহরের যে কয়টি ওয়ার্ড রয়েছে সবগুলোতেই কী ধরনের সমস্যা রয়েছে সবকিছু বিষয় নিয়ে উন্নয়নের কাজ হবে বলে জানান রবীন্দ্রনাথ ঘোষ। এ বিষয়ে কোচবিহার জেলা তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় জানান, ‘দলকে মান্যতা দিয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হল। সেখানে চেয়ারম্যান পদে রয়েছে রবীন্দ্রনাথ ঘোষ ও ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন আমিন আহমেদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকটি বিজয়ী কাউন্সিলার দলকে মান্যতা দিয়ে দলের নির্ধারিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে মানতা দিয়েছেন। সবাই একত্রিত ভাবে মিলিত হয়ে এ নির্বাচন সম্পন্ন করা হয়েছে এবং একত্রিত ভাবে উন্নয়নমূলক কাজগুলোর দিকে এগিয়ে যাব।’ পাশাপাশি নির্দল নিয়ে এখনও তাঁরা কোনও ভাবনাচিন্তা করেনি বলেও জানান পার্থপ্রতিম রায়।
Cooch Behar Municipality
আরও পড়ুন : Basanta Utsav at Durgapur বসন্ত উৎসবে মাতল দুর্গাপুর ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা
আরও পড়ুন : Three daughters were born together একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন ইংলিশবাজারের গৃহবধূ
————
Published by Subhasish Mandal