রণজিৎ দাস, মালদা, ইন্ডিয়া নিউজ বাংলা : Three daughters were born together একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিলেন ইংলিশবাজারের মোমিনপাড়ার এক গৃহবধূ। বৃহস্পতিবার সকালে প্রসব যন্ত্রণা উঠলে ওই গৃহবধূকে মালদা শহরের চন্দন পার্ক এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন পরিবারের লোকেরা। সেখানে কোনও রকম অস্ত্রোপচার ছাড়াই চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের যৌথ প্রয়াসে সুষ্ঠুভাবে একইসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ওই গৃহবধূ।
স্থানীয় নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার থানার মিল্কি গ্রাম পঞ্চায়েতের মোমিনপাড়া এলাকার গৃহবধূ বুলি খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে এদিন সকালে ভর্তি হয়। তাঁর স্বামী মনিরুল ইসলাম পেশায় কাঠমিস্ত্রি। এর আগেও তাঁদের একটি চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে। এদিন সকালে বুলি খাতুনের চরম প্রসব যন্ত্রণা শুরু হতেই প্রথমে অস্ত্রোপচারের চিন্তা-ভাবনা করা হয়। কিন্তু ওই নার্সিংহোমের কর্ণধার এসকে হাবিবুদ্দিন বলেন চিকিৎসকের দ্বারা সুষ্ঠুভাবে ওই গৃহবধূ অস্ত্রোপচার ছাড়াই তিনটি কন্যা সন্তানের জন্ম হয়। মা এবং সদ্যোজাত শিশুরা সুস্থ রয়েছে বলে নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছে।
Three daughters were born together
আরও পড়ুন : Jaynagar Majilpur Municipality জয়নগর-মজিলপুর পৌরসভায় শপথ নিলেন কাউন্সিলাররা
————
Published by Subhasish Mandal