অনিসা পোদ্দার, ইন্ডিয়া নিউজ বাংলা, আলিপুরদুয়ার: এনসিসির ক্যাম্পে গিয়ে অসুস্থ হয়ে মারা গেল এক ছাত্রী। ঘটনার খবর ছড়িয়ে পড়তে তীব্র চাঞ্চল্য ছড়ায় আলিপুর দুয়ারের একটি স্কুলে। প্রশ্ন উঠেছে স্কুল কতটা চিকিৎসার ব্যাপারে উদ্যোগী হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ইতিমধ্যে উপস্থিত রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
Mysterious Student death in NCC camp
স্কুলের এক শিক্ষিকা বলেন, ৯জন ছাত্রী ক্যাম্পে যেতে চেয়েছিল। কিন্তু আমার কোন ইচ্ছা ছিলনা। কারণ তাদের পরীক্ষা হয়ে গিয়েছিল। কিন্তু ছাত্রীরাই সিও এর সাথে কথা বলে অনুমোদন নিয়ে ছিল। সেখানে থেকে আমায় ফোন করে জানানো হয় মেডিক্যাল পরীক্ষার সময় সে অসুস্থ হয়ে পড়ে।
মৃত ছাত্রীর দাদার অভিযোগ তারা স্কুলের থেকে সঠিক সহযোগিতা পান নি। দায়িত্বে থাকা ম্যাডামও আমাদের সাথে ঠিক মত তথ্য তুলে ধরেন নি, বলেন তিনি। স্কুল ঠিকমত চিকিৎসার ব্যবস্থা করেছিল কিনা তা নিয়ে প্রশ্ন।
Published by Samyajit Ghosh