জয় গুহ, ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা: Dol jatra preparation সামনেই রঙের উৎসব দোল এবং হোলি। ইতিমধ্যে শহরের ব্যাবসায়ীরা রঙের পসরা সাজিয়ে বসে পড়েছেন। টুকটাক কেনাবেচাও শুরু হয়েছে। যতই দোল এবং হোলি এগিয়ে আসবে ততই বিক্রি বাড়বে বলে আশাবাদী ব্যাবসায়ীরা।
দীর্ঘ দু-বছর করোনার জন্য তেমনভাবে দোল বা হোলি উৎসব পালন হয়নি, ফলে ব্যাবসাও তেমন হয়নি। তবে এবার ব্যাবসা খুব ভাল হবে বলে জানান ব্যাবসায়ীরা। এই উপলক্ষে প্রচুর বিক্রির সামগ্রী তারা মজুদ করেছেন। বিভিন্ন ধরনের রঙের পাশাপাশি রয়েছে নানান ধরনের মুখোশ, টুপি, পিচকারী।
Dol jatra preparation
এবার দোলে বাজার মাতাবে মিউজিক পিচকারী
এবার মিউজিক পিচকারী নতুন এসেছে বাজারে। এই পিচকারী টানলে হোলির গান, লাইট এবং মিউজিক বাজে। এবার এই পিচকারীর বিক্রি বেশ ভাল হবে বলে জানালেন এক ব্যাবসায়ী। তিনি বললেন, এই পিচকারীর দাম একটু বেশি হলেও ছোটরা বেশ পছন্দ করছে এই পিচকারী। আর তেমনটাই জানাল এক খুদে ক্রেতা।
Published by Samyajit Ghosh