অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা : Parthapratim Ray meet Rabindranath Ghosh সম্পর্কের চিড় ধরেছিল বেশ কয়েক বছর আগে। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের সম্পর্ক নেমেছিল তলানিতে। যাঁর হাত ধরে রাজনীতির আঙ্গিনায় পা রাখা সেই কাকা রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে দেখা করলেন ভাইপো পার্থপ্রতিম রায়। রাজনৈতিক মহলের দাবি, মূলত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সব মনোমালিন্য বিসর্জন দিয়ে মিলিত হলেন কোচবিহারের এই দুই নেতা।
দীর্ঘদিন পর মঙ্গলবার সকালে হঠাৎই জেলার এই শীর্ষনেতার বাড়িতে যান পার্থপ্রতিম। প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি জেলায় দলের সংগঠন নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়। বৈঠক শেষে প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘জেলা সভাপতি হওয়ার পর ও এসেছিল। সৌজন্যমূলক সাক্ষাৎকার।’ তবে দলের কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা সংবাদমাধ্যমের সামনে বলতে চাননি রবীন্দ্রনাথবাবু। অপরদিকে জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, ‘কোথাও হয়তো ভুল বোঝাবুঝি হয়েছিল। দলের স্বার্থে সব মিটিয়ে নিয়েছি। সবার সাথে আলোচনা করে দল আগামীতে চলবে।’
Parthapratim Ray meet Rabindranath Ghosh
————
Published by Subhasish Mandal