Sunday, November 24, 2024
HomeINDIAN FESTIVALBasant Utsav সাড়ম্বরে বসন্ত উৎসব পালিত মেখলিগঞ্জে

Basant Utsav সাড়ম্বরে বসন্ত উৎসব পালিত মেখলিগঞ্জে

অমিত সরকার, ইন্ডিয়া নিউজ বাংলা, কোচবিহার: দোলযাত্রা একটি সনাতনী হিন্দু বৈষ্ণব উৎসব l বহিরবঙ্গে পালিত ‘হোলি ‘উৎসবটির সাথে ‘দোলযাত্রা ‘উৎসবটির নিবিড় সম্পর্ক রয়েছে l এই উৎসবের অপর নামই হল বসন্ত উৎসব l মূলত ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা উৎসবটি অনুষ্ঠিত হয় l তাই আজ মেখলিগঞ্জ ব্লকের রানীরহাটে, রানীরহাট মুদ্রানিত্য মহাবিদ্যালয়ের পক্ষ থেকে, বিশেষ নৃত্যগীতের মধ্যদিয়ে দিনটিকে পালন করা হয় l

পাশাপাশি একটি শোভাযাত্রাও বের করা হয় l শোভাযাত্রাটি, প্রথমে বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু করে, গোটা রানীরহাট বাজার পরিক্রমা করে ফের বিদ্যালয় প্রাঙ্গনে শেষ হয় l

দোল উৎসবের নৃত্যগীতি

“বহিরবঙ্গে পালিত ‘হোলি ‘উৎসবটির সাথে ‘দোলযাত্রা ‘উৎসবটির নিবিড় সম্পর্ক রয়েছে l এই উৎসবের অপর নামই হল বসন্ত উৎসব l মূলত ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা উৎসবটি অনুষ্ঠিত হয়”

Basant Utsav  সাড়ম্বরে বসন্ত উৎসব পালিত মেখলিগঞ্জে 

Basant Utsav

বৈষ্ণব মতে,দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রী কৃষ্ণ, রং বা আবির, নিয়ে, অন্যান্য গোপীনীদের সহিত আবির খেলায় মেতেছিলেন l সেই থেকেই দোল খেলার উৎপত্তি হয় l তবে এই উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে l এইদিন সকাল থেকেই নারী পুরুষ উভয়ে,রং বা আবির খেলায় মত্ত হয় l দোলের পূর্বদিন, খড়, কাঠ, বাঁশ ইত্যাদি জ্বালিয়ে একটি উৎসব পালন করা হয় l যা উত্তর ভারতে, এবং প্রতিবেশী বাংলাদেশে, হোলিকা দহন বা নেড়াপোড়া নামে পরিচিত l

Published by Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular