Sunday, November 24, 2024
Homeওয়েস্ট বেঙ্গলBlood Shortage in Malda  রক্ত সঙ্কটে ভুগছে মালদার মেডিক‍্যাল কলেজের ব্লাড ব্যাঙ্ক,...

Blood Shortage in Malda  রক্ত সঙ্কটে ভুগছে মালদার মেডিক‍্যাল কলেজের ব্লাড ব্যাঙ্ক, বিপাকে রোগীরা

 

রনজিৎ দাশ,ইন্ডিয়া নিউজ বাংলা, মালদা : Blood Shortage in Malda  ফের মালদা মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট দেখা দেওয়ায় সমস্যায় পড়েছেন রোগীর আত্মীয়েরা । কেউ অসুস্থ বাবার রক্তের জন্য মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্কে সকাল থেকে ধর্ণা দিয়ে বসে আছেন। আবার কেউ ছেলের রক্তের জোগানের জন্য মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্কে বারবার গিয়ে খোঁজ নিচ্ছেন । কিন্তু তারপরেও মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত না মেলায় দুশ্চিন্তায় পড়েছেন চিকিৎসারত বেশকিছু রোগীর পরিবার। ইতিমধ্যে ব্লাড ব্যাঙ্কে টাঙানো তালিকায় বিভিন্ন গ্রুপের রক্ত শূন্য বলে জানিয়ে দেওয়া হয়েছে। আর এতেই সমস্যা বেড়েছে মেডিক্যাল কলেজের চিকিৎসারত একাংশ রোগী ও তাদের আত্মীয়দের । এই পরিস্থিতিতে কীভাবে রক্ত সংকটের মোকাবিলা করবেন, তা ভেবে কূল করতে পারছেন না অনেক রোগীর আত্মীয়েরা।

Blood Shortage in Malda  রক্ত সঙ্কটে ভুগছে মালদার মেডিক‍্যাল কলেজের ব্লাড ব্যাঙ্ক, বিপাকে রোগীরা

রক্ত সংকটে রোগীরা বিপাকে

বুধবার গাজোল ব্লকের আদিনা এলাকা থেকে এসেছিলেন সুবল সিংহ । তার বৃদ্ধ বাবা শ্যাম সিংহ মুমূর্ষু অবস্থায় মেডিকেল কলেজে চিকিৎসারত রয়েছেন। সুবলবাবু জানিয়েছেন, বাবার এবি পজেটিভ রক্ত দরকার। কিন্তু মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্কে এসে রক্ত পাইনি । রক্তদাতা থাকলেও, ওই গ্রুপের সাথে মিল না হওয়ায় সেই রক্ত দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে ওই গ্রুপের রক্ত কোথায় কিভাবে জোগাড় করবো কিছুই বুঝতে পারছিনা।
এদিন একইরকমভাবে মেডিকেল কলেজের চিকিৎসারত আরও বেশ কিছু রোগীর আত্মীয়দের ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাওয়া নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন। তাঁরা বলেন , এই মুহূর্তে ব্লাড ব্যাঙ্ক থেকে রক্তশূন্যর কথা জানিয়ে দেওয়া হয়েছে। কিভাবে সেই রক্তের যোগান মিলবে কিছুই বুঝতে পারছি না। এব্যাপারে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন চিকিৎসারত একাংশ রোগীর পরিবার।
যদিও পুরো বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ জানিয়েছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

Blood Shortage in Malda 

Published by Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular