কৌশিক দাস, ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা: একদিকে বিজেপি-কে তীব্র কটাক্ষ, আক্রমণ শানিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী৷ অন্যদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীনই বিধানসভার ভিতরে মোদি মোদি রব তুললেন বিজেপি বিধায়করা৷ সবমিলিয়ে বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনেও চূড়ান্ত উত্তেজনার সাক্ষী থাকল বিধানসভা৷
সোমবার বিজেপি বিধায়কদের বিক্ষোভে বাজেট অধিবেশনের প্রারম্ভিক বক্তৃতাই দিতে পারেননি রাজ্যপাল জগদীপ ধনখড়৷ বিজেপি- তৃণমূল বিক্ষোভ, পাল্টা বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছিল বিধানসভা৷ প্রতীকী বক্তব্য রেখেই বিধানসভা ছাড়েন রাজ্যপাল৷ এই ঘটনায় এ দিন দুই বিজেপি বিধায়ক মিহির গোস্বামী ও সুদীপ মুখোপাধ্যায়কে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷
WB Assembly session ‘দুশো পারের বদলে পগাড় পার’, বিজেপিকে কটাক্ষ মমতার! বিধানসভায় পাল্টা মোদি, মোদি রব বিজেপির
অধ্যক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে ও দুই বিধায়কের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে এ দিন বিধানসভায় ফের বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি৷ তারই মধ্যে রাজ্যপালের বক্তব্যের উপরে জবাবি ভাষণ দিতে শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী বক্তব্য রাখা শুরু করতেই মোদি, মোদি চিৎকার শুরু করেন বিজেপি বিধায়করা৷ জয় শ্রীরাম স্লোগানও দিতে থাকে বিজেপি শিবির৷
WB Assembly session
বিজেপি বিধায়কদের শোরগোলের মধ্যেই সরকারের সাফল্য তুলে ধরতে শুরু করেন মুখ্যমন্ত্রী৷ বিজেপি-কে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কয়েকদিন আগেই পুরভোট হয়েছে৷ সেখানে আমরা ১০৭- এর মধ্যে ১০৪ আসনে আমরা সরাসরি জিতেছি। নিজের এলাকায় জিততে পারেনি৷’ নিজের বক্তব্যে উত্তর প্রদেশের লখিমপুর খেরির ঘটনার প্রসঙ্গও টেনে আনেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘আমরা গাড়ি চাপা দিয়ে কৃষকদের মারি না৷ আমরা কৃষকদের পাশে থাকি৷ বাংলার কৃষকরাও আমাদের পাশে আছেন৷’
মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন, ‘দেশটার সর্বনাশ করে দিয়েছে৷ আমরা কেন্দ্রের থেকে কোনও সাহায্য পাইনি৷ ৯০ হাজার কোটি টাকা বাকি আছে৷ লজ্জা করে না। লজ্জা নেই। আমফানে টাকা দেয়নি৷’ কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বলেছিল বিজেপি ২০০ পার৷ এবার বিজেপি পগাড় পাড় হবে৷’
WB Assembly session
নিজের ৩৭ মিনিটের বক্তব্যে দুয়ারে সরকারের সাফল্যের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷ বিজেপি-কে কটাক্ষ করে তিনি বলেন, ‘আমরা চাই শিল্প, ওরা চায় দুর্ভিক্ষ৷’ বিজেপি-র জয় শ্রীরাম স্লোগানের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওরা বলে জয় শ্রীরাম। কেন বলে না জয় সিয়ারাম? মেয়েদের কেন বাদ?’ মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষ হতেই বিধানসভা অধিবেশন থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা৷
Published by Samyajit Ghosh