রণজিৎ দাস, মালদা, ইন্ডিয়া নিউজ বাংলা : Returned from Ukraine চোখে-মুখে যুদ্ধের আতঙ্ক ও ভয়াবহতা নিয়ে মালদা ১ ব্লকের সামসি অঞ্চলের ভগবানপুর গ্রামে সোমবার সন্ধ্যায় পা রাখলেন মহম্মদ আরিফ। হাত থেকে দেশের জাতীয় পতাকা একটি বারের জন্যেও হাতছাড়া করেনি ইউক্রেনের জাফ্রোজিয়া স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটির পড়ুয়া মহম্মদ আরিফ। তাঁর মতো আরও পনেরোশো ভারতীয় পড়ুয়া ওই মেডিক্যাল ইউনিভার্সিটিতে ডাক্তারি পড়ছিলেন। হাঙ্গেরির বুদাপেস্টে ভারতীয় দূতাবাস কর্মীদের পূর্ণাঙ্গ সহযোগিতায় দেশে ফিরতে পারল আরিফ।
সোমবার সন্ধ্যায় আরিফের সঙ্গে দেখা করেন রতুয়া থানার আইসি সুবীর কর্মকার ও ডিএসপি সব্যসাচী ঘোষ। আরিফের হাতে ফুলের স্তবক তুলে দেওয়ার পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে তাঁর স্বল্প অভিজ্ঞতার বর্ণনাও শোনেন তাঁরা।
এছাড়ও মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেনও আরিফের সঙ্গে দেখা করেন। তাঁকে শুভকামনা জানানোর পাশাপাশি পড়াশোনা যাতে মাঝপথে বন্ধ না হয়ে যায় সেজন্য জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিষয়টি নিয়ে জানানো হবে বলেও জানান রফিকুল হোসেন।
Returned from Ukraine
আরও পড়ুন : TMC Factionalism নাটাবাড়ি বিধানসভার বলরামপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
Published by Subhasish Mandal