রাজীব ঘোষ, মুর্শিদাবাদ, ইন্ডিয়া নিউজ বাংলা: Female Priest ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। তার আগে মুর্শিদাবাদের বহরমপুরে তিন মহিলা পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে বিবাহ আসর অনুষ্ঠিত হল। ঋগ্বেদের বিবাহের কিছু মন্ত্র বাংলায় অনুবাদ করে নারী অবমাননাকারী আঞ্চলিক নিয়মগুলো (পানপাতা দিয়ে মুখ ঢাকা, কন্যা সম্প্রদান, লজ্জাবস্ত্র ইত্যাদি) বাদ দিয়ে এক সাম্যের বিবাহ পদ্ধতি প্রচলন করেন বিদুষী গৌরী ধর্মপাল। প্রচারবিমুখ শ্রীমতি গৌরী কোনও দল খোলেননি। বর্তমানে তাঁর কন্যা অধ্যাপিকা রোহিণী ধর্মপাল অনেকের অনুরোধে “পুরোনোতুন বৈদিক বিবাহ দল”-এর পুরোধা। সিঁদুরদানের মতো অসম্মানের ইতিহাসের পুনরাবৃত্তি যাতে বন্ধ করা যায়, সে ব্যাপারে এঁরা সচেষ্ট। আশ্চর্যজনকভাবে আশার কথা যে, বুঝিয়ে বলার পর নগর থেকে মফঃস্বলের ছেলেমেয়েরা সিঁদুরদানের বিরুদ্ধে বেশি সোচ্চার। তাঁরা সানন্দে সিঁদুর না পরানোতে একমত হচ্ছে।
বহরমপুরের এই বিয়েতে সেই বার্তাই প্রতিধ্বনিত হল। হিন্দু পুরুষতন্ত্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করার বীজমন্ত্র রয়েছে। মুখে যদিও তিন মহিলা নিজেদের নারীবাদী না বলে মানবতাবাদী বলে দাবি করেন।
তিন মহিলা পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে বিবাহ Female Priest
আরও পড়ুন: Protest at Canning Hospital বেতন না পেয়ে অস্থায়ী সাফাই কর্মীদের অবস্থান বিক্ষোভ ক্যানিং হাসপাতালে
Published by Subhasish Mandal