অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা: Theft at Dinhata জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটা ২ নং ব্লকের সাহেবগঞ্জ এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় আজ সকালবেলা দোকানের মালিক বিপুল বিশ্বাস দোকানে এসে দেখতে পান দোকানে তালা ভাঙা। এরপর ভিতরে ঢুকে দেখতে পান দোকানের সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে রয়েছে। দোকানে থাকা সোনা ও রুপোর বেশকিছু অলংকার নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সাহেবগঞ্জ এলাকায়।দোকানের মালিক বিপুল বিশ্বাস বলেন, আজ সকালে এসে দেখতে পাই দোকানে তালা ভাঙা। এরপর ভিতরে ঢুকে দেখি দোকানে থাকা সিসিটিভি ক্যামেরা ও মেশিন ভেঙে দুষ্কৃতীরা সোনার উপর অলংকার ছাড়াও সিসিটিভি মেশিন নিয়ে গেছে। তিনি বলেন বিবাহের অর্ডার অনুযায়ী সোনার অলংকার তৈরি ছিল সেগুলো নিয়ে যায় দুষ্কৃতীরা।
Theft at Dinhata
আরও পড়ুন : TMC factionalism in Malda তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত ইংরেজবাজার
Published by Subhasish Mandal