শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : Contai Municipality অধিকারী গড়ে আবারও সবুজ ঝড়। কাঁথি পুরসভার ২১টির মধ্যে ১৭টি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস। বিজেপি মাত্র ৩টি ওয়ার্ডে জয়লাভ করলেও অধিকারী পরিবারের হাত থেকে কাঁথি ছিনিয়ে নিল তৃণমূল। খোদ অধিকারী পরিবারের ১৫ নং ওয়ার্ডে ২২৮ ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য। ১টি ওয়ার্ডে জয় পেয়েছে নির্দল প্রার্থী। কাঁথির ১০ নং ওয়ার্ডে জয়ী বিজেপির অরূপ দাস, ১৭ নং ওয়ার্ডে জয়ী বিজেপির তাপস দোলাই এবং ১৮ নং ওয়ার্ডে জয়ী বিজেপির সুশীল দাস। কাঁথিতে তৃণমূলের উল্লেখযোগ্য জয়ী প্রার্থী হলেন মৎস্যমন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। ১৩ নং ওয়ার্ড থেকে ২৫২ ভোটে জয়লাভ করলেন সুপ্রকাশ গিরি।
অধিকারী পরিবারের ক্ষমতা খর্ব কাঁথিতে Contai Municipality
শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর একের পর এক কর্মী তৃণমূল ছেড়ে যোগ দেয় বিজেপিতে। যার ফলস্বরূপ বিধানসভা নির্বাচনে কাঁথি উত্তর এবং কাঁথি দক্ষিণ ছিনিয়ে নেয় বিজেপি। কিন্তু ২০২২-এর পৌর নির্বাচনে সেই জয়ের ধারা অক্ষুণ্ন রাখতে পারলেন না অধিকারী পরিবার। পুরভোটে মাত্র ৩টি আসনে জয় পেয়ে কার্যত ধুয়েমুছে সাফ হল অধিকারীদের কর্তৃত্ব। গত পুরভোটে জয়ী ২১ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার তথা বর্তমানে বিজেপি নেতা সৌম্যেন্দু অধিকারীর ওয়ার্ডে এবারও পতাকা ওড়াল তৃণমূল। এমনকী তৃণমূলের রিনা দাসের কাছে হেরে গেলেন উত্তর কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহা। বলা যেতেই পারে সবুজ ঝড় অক্ষত রেখে শুভেন্দু অধিকারীদের পরিবারের ক্ষমতা খর্ব করল তৃণমূল।
কাঁথিতে পুরভোটে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ করে হাইকোর্টে মামলা Contai Municipality
তবে কাঁথিতে পুরভোটে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ করে হাইকোর্টে মামলা করে বিজেপি। অভিযোগ, পুরভোটে ব্যাপক ভোট লুট করেছে শাসকদল। সে কারণে ভোট বাতিলের আর্জি জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছে। মামলাকারীর তরফে আইনজীবীরা বলেছেন, সেখানকার মানুষকে সন্ত্রস্ত করে রেখে ভোট দিতে দেওয়া হয়নি। হাইকোর্ট মামলা গ্রহণ করে রাজ্য নির্বাচন কমিশনকে কাঁথি পুরভোটের সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছেন। ৭ মার্চের মধ্যে কমিশনের হলফনামা তলব করেছে হাইকোর্ট। এখন দেখার আগামী দিনে কাঁথি নিয়ে কী পদক্ষেপ গ্রহণ করে কলকাতা হাইকোর্ট।
Contai Municipality
আরও পড়ুন : Municipal Election Result Live Update রাজ্যের ১০৮টি পুরসভার ভোট গণনা চলছে
আরও পড়ুন : Tufanganj Municipal Election Result তুফানগঞ্জে ১২-তে ১২ তৃণমূল কংগ্রেস