Sunday, November 24, 2024
Homeরাজ্যWest Bengal municipal election 2022 : সোমবার রাজ্য জুড়ে ...

West Bengal municipal election 2022 : সোমবার রাজ্য জুড়ে ১২ ঘন্টার বাংলা বন্‌ধ ডাকল বিজেপি, রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে পাঠালেন রাজ্যপাল

ইন্ডিয়া নিউজ বাংলা

West Bengal municipal election 2022

কলকাতা 

পুরভোটে ব্যাপক হিংসা ও ছাপ্পা ভোটের প্রতিবাদে সোমবার ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দিল ভারতীয় জনতা পার্টি। সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই বনধ চলবে বলে ঘোষণা করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই বনধ সফল করতে রাজ্য়ের সর্বত্র বিজেপি নেতা কর্মীদের পথে নামার ডাক দিয়েছে বিজেপি। একই সঙ্গে ১০৮ টি পৌরসভার নির্বাচন বাতিলের দাবী জানিয়েছে গেরুয়া শিবির।রাজ্য নির্বাচন কমিশনের দফতরে  যান বিজেপি নেতা শিশির বাজোরিয়া, বিধায়ক অগ্নিমিত্রা পাল। নির্বাচন কমিশনারকে  চিঠি দিয়ে ১০৮ পুরসভার ভোটই বাতিলের দাবি জানিয়েছে।

রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে পাঠালেন রাজ্যপাল  West Bengal municipal election 2022

অন্যদিকে, পুরভোটের অশান্তির জেরে রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে সোমবার সকাল ১০টায় রাজভবনে ডাকা হয়েছে। টুইট করে এ কথা জানিয়েছেন রাজ্যপাল।বিকেল ৫টায় ভোটপর্ব শেষ হওয়ার পরই টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপাল টুইটারে লেখেন, ‘রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে সোমবার সকাল ১০টার আগে আসতে বলা হয়েছে।’ ২৭ ফেব্রুয়ারি গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

West Bengal municipal election 2022

আর ও পড়ুন West Bengal municipal election 2022 : পুরভোটে মুখ্যমন্ত্রী নিজেকে গণতন্ত্রের হত্যাকারী হিসেবে প্রতিষ্ঠা করলেন : অধীর, অবাধ ভোট নয়, অবাধ লুঠ হয়েছে:দিলীপ

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular