Sunday, November 24, 2024
HomeMunicipal PollsFriendship of candidates amid polls ভোটেও বন্ধুত্ব অটুট, অশোকনগর দেখাল সৌভ্রাতৃত্বের...

Friendship of candidates amid polls ভোটেও বন্ধুত্ব অটুট, অশোকনগর দেখাল সৌভ্রাতৃত্বের অন্য ছবি

সোমনাথ মজুমদার, ইন্ডিয়া নিউজ বাংলা, বনগাঁ: রাজ্যজুড়ে পুরোভোটকে কেন্দ্র করে সকাল থেকেই জেলায় জেলায় চলছে অশান্তি। কিন্তু শান্তির ছবি অশোকনগরে, যেখানে চার দলের প্রার্থী মজেছেন নিজেদের মধ্যে গল্প-আড্ডায়।

আজ রাজ্যজুড়ে ১০৮ টি পৌরসভা কেন্দ্রে চলছে ভোট। গতকাল থেকে শুরু করে এখনও অবধি বিভিন্ন জায়গায় ধরা পড়েছে বিক্ষিপ্ত অশান্তির ছবি। কোথাও চলছে বোমাবাজি , কোথাও বা অভিযোগ উঠছে ছাপ্পা ভোটের। কখনো অভিযোগের তীর শাসকদলের দিকে, কখনো আবার বিরোধী দলের দিকে। রাজ্য জুড়ে এই বিক্ষিপ্ত অশান্তির মাঝেই অশোকনগর পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে ধরা পরল সম্পুর্ণ এক ভিন্ন ছবি।

Friendship of candidates amid polls

অশোকনগর পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের নবভারতী শিক্ষা নিকেতন হাই স্কুলের ২৫৬/২৫৮ এবং ২৫৯ নম্বর বুথে দেখা গেল চার ভিন্ন দলের প্রার্থীরা নিজেদের মধ্যে খোশগল্পে মেতে উঠেছেন। সেখানে দেখা গেল একদম আড্ডার মেজাজে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আশীষ কুমার হীরা, সিপিএম প্রার্থী বিদ্যুৎ কাঞ্জিলাল, বিজেপি প্রার্থী মালা সরকার এবং বিএসপি প্রার্থী অংশুমালী বারুই পাশাপাশি দাঁড়িয়ে। নিজেদের মধ্যে আলাপচারিতা সারছেন।

ভোটেও বন্ধুত্ব অটুট, অশোকনগর দেখাল সৌভ্রাতৃত্বের অন্য ছবি
এ প্রসঙ্গে তাদের সকলেরই বক্তব্য, ভোট একটি গণতান্ত্রিক উৎসব। সেই উৎসবে সামিল হওয়ার জন্য নিজেদের পারস্পারিক সামাজিক সম্পর্ক নষ্ট — নৈব নৈব চ।

এভাবেই পাশাপাশি দাঁড়িয়ে প্রার্থীরা গল্পে মজে

এ প্রসঙ্গে সিপিএম প্রার্থী বিদ্যুৎ কাঞ্জিলাল বলেন, ‘ আমরা এলাকার শান্তিকামী মানুষেরা শান্তিপূর্ণ ভোটই বরাবর চেয়ে এসেছি। ভোটে কেউ জিতবে কেউ হারবে। কিন্তু সে কারণে নিজেদের পারস্পরিক সম্পর্ক নষ্ট করার বিপক্ষে আমরা সকলেই। তাই সকাল থেকেই বুথে সকলে একজোট হয়ে পরিস্থিতির ওপর নজর রাখার পাশাপাশি দলীয় কর্মীদের উদ্দেশ্যে একতার বার্তা দিচ্ছি।’
তৃণমূল প্রার্থী আশীষ কুমার হীরা জানান, ‘ সাহারার মধ্যে তো কখনো কখনো মরুদ্দ্যান দেখা যায়, এটা ধরে নিন তেমনই। আমরা প্রার্থীরা ভিন্ন ভিন্ন দল সমর্থন করলেও দিনের শেষে আমরা সকলে প্রতিবেশী, আত্মীয়। তাই নিজেদের মধ্যে কোন ধরনের বিপদ বা এলাকার অশান্তি কোনটাই আমরা চাই না।’
বিজেপি প্রার্থী মালা সরকার বলেন ,আমরা সকলে এক । তাই সকাল থেকেই সব প্রার্থীরা একত্রে গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছি। পাশাপাশি চার দলের প্রার্থীরা নিজেদের দলীয় কর্মীদের প্রতিও ঐক্যের বার্তা দিয়েছেন।

Published by Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular