সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : People of Nadia are stuck in Ukraine ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে আটকে মেডিক্যাল কলেজের ছাত্রী। চরম দুশ্চিন্তায় রয়েছে ছাত্রীর পরিবার। ঘরের মেয়েকে যাতে সুষ্ঠুভাবে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়, সরকারের কাছে কাতর আবেদন ছাত্রীর পরিবারের। জানা যায় নদিয়ার হরিণঘাটা থানার বড় জাগুলিয়া বাসিন্দার ছাত্রী ইশা ভৌমিক তিন বছর আগে ডাক্তারি পড়ার জন্য ইউক্রেনের ন্যাশনাল প্রিওগভ মেমোরিয়াল মেডিক্যাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন। এবছর তাঁর তৃতীয় বর্ষ চলছিল। কিন্তু ইউক্রেনের ভয়াবহ পরিস্থিতি দুশ্চিন্তায় ফেলেছে পরিবারের সদস্যদের। ছাত্রী ইশা ভৌমিকের মা মানসী ভৌমিক জানান, মাঝেমধ্যে ইন্টারনেটের মাধ্যমে তাঁদের কথা চলছে। মেয়ে আশ্বস্ত করেছে ভালো আছি। সব ঠিক হয়ে যাবে। কিন্তু দুশ্চিন্তায় ঘুম পড়েছে তাঁদের। ছাত্রীর মা জানাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত মেয়ে ঘরে ফিরে আসছে ততক্ষণ কিছুতেই চিন্তা কাটছে না। সরকারের কাছে পরিবারের কাতর আর্জি যত দ্রুত সম্ভব শুধু তাঁদের মেয়ে নয়, যে কজন ভারতের ছাত্র-ছাত্রী আটকে রয়েছে তাঁদের সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করুক।
মেয়ের চিন্তায় হরিণঘাটার বাড়িতে মা-বাবা People of Nadia are stuck in Ukraine
অন্যদিকে বাড়ির সব কিছু বিক্রি করে ইউক্রেনে পাড়ি দেন শান্তিপুর থানার বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তালতলা পাড়ার বাসিন্দা অমিত কুমার বিশ্বাস। কিন্তু ইউক্রেনের বর্তমান পরিস্থিতি চিন্তার ভাঁজ ফেলেছে পরিবারের কপালে। অমিত কুমার বিশ্বাসের স্ত্রী সন্ধ্যা বিশ্বাস জানান, দীর্ঘদিন কর্মহীন হয়ে বাড়িতেই ছিল স্বামী। কিন্তু আর্থিক অনটন এতটাই প্রকট হয়ে উঠেছিল অবশেষে নিরুপায় হয়ে বাড়ির জিনিসপত্র বিক্রি করে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ করে কিছু উপার্জনের আশায় ইউক্রেন গিয়েছিল। কিন্তু ছয় মাসে সেখানে গিয়েও কোনও কাজ করে উঠতে পারেনি স্বামী। তারমধ্যেই ইউক্রেনের এই ভয়ঙ্কর পরিস্থিতির কারণে বাড়ির ছেলের জন্য চিন্তায় রয়েছে তাঁর পরিবার। স্ত্রী জানাচ্ছেন, তাঁর সঙ্গে ইতিমধ্যে ফোনে যোগাযোগ করা হয়েছে। স্বামী জানিয়েছে সে ইউক্রেন ছেড়ে কোনওরকমে পোল্যান্ডে বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছে। তবে যতক্ষণ না পর্যন্ত বাড়ি ফিরছে ততক্ষণ চরম দুশ্চিন্তায় কাটছে পরিবারের সদস্যদের। সরকারের কাছে আর্জি ঘরের ছেলে যেন সুস্থভাবে ফিরিয়ে আনা যায়।
স্বামীর চিন্তায় দুই সন্তানকে নিয়ে শান্তিপুরের বাড়িতে স্ত্রী People of Nadia are stuck in Ukraine
People of Nadia are stuck in Ukraine
আরও পড়ুন : Student of Jalpaiguri stuck in Ukraine ইউক্রেনে আটকে ছেলে, ধূপগুড়িতে চিন্তায় মা-বাবা
আরও পড়ুন : Weather Update ভোটরাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি
———–
Published by Subhasish Mandal