সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা : Student of Jalpaiguri stuck in Ukraine ধূপগুড়ির যুবক আশিস বিশ্বাস আটকে রয়েছে ইউক্রেনে। গত চার বছর আগে ধূপগুড়ির প্রত্যন্ত গ্রাম গাদং-১ নং গ্রাম পঞ্চায়েতের কাজিপাড়া এলাকা থেকে ইউক্রেনের ভিএন কারার্জিন ন্যাশনাল মেডিক্যাল ইউনির্ভাসিটিতে পড়ার সুযোগ পান তিনি। পরিবারের আয় উর্পাজন বলতে বাবার মুদির দোকান রয়েছে। বাড়ির আর্থিক পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও বাবা বাবন বিশ্বাসের আশা ছিল ছেলে একদিন বড় ডাক্তার হয়ে দেশে ফিরে আসবে। গত বছর করোনার কারণে লকডাউনে বাড়িতে এসেছিল। দীর্ঘদিন থাকার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই গত বছরের ফেব্রুয়ারি মাসে ফের ইউক্রেনে পাড়ি দেয় আশিস। কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ায় আশিস এখন ঘরবন্দি। আশিস যে বাড়িতে থাকে সেখান থেকে এক কিলোমিটার দূরে ভেসে আসছে মিসাইলের শব্দ। ইউক্রেন সরকারের পক্ষ থেকে ঘর থেকে বের হতে বারণ করা হয়েছে। ভিডিও বার্তায় আশিস জানায়, ভারতীয় দূতাবাস থেকে একটি ফর্ম ফিলাপ করতে বলা হলেও আর বেশি কিছু জানানো হয়নি।
ধূপগুড়ির বাড়িতে বাবা বাবন বিশ্বাস এবং মা রেখা বিশ্বাসের দিন রাত কাটছে টিভিতে চোখ রেখে। মা রেখা বিশ্বাস জানান, শুনেছি ইউক্রেন থেকে আটকে থাকাদের ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। ছেলের চিন্তায় বাড়িতে রান্না বন্ধ রয়েছে। স্থানীয়রা এসে খোঁজ খবর নিচ্ছেন। বাবা বাবন বিশ্বাস জানান, খুব চিন্তায় আছেন। এখনও পর্যন্ত সরকার থেকে কোনও যোগাযোগ করেনি। তবে ছেলের সাথে ফোনেই যোগাযোগ হচ্ছে।
Student of Jalpaiguri stuck in Ukraine
আরও পড়ুন : Businessman Beaten in Malda জমি সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ীকে হামলা
———–
Published by Subhasish Mandal