অমিত সরকার, ইন্ডিয়া নিউজ বাংলা, কোচবিহার: Coochbehar : Last campaign শেষ দিনের প্রচারে কোচবিহার শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দলের প্রার্থীদের ভোট প্রচারে -কোচবিহার পৌরসভার বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। এদিন বিজেপির কোচবিহার জেলা কার্যালয় থেকে ঢোকঢোল সহযোগে বেরিয়ে কোচবিহার শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। কোচবিহার পৌরসভার বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। জয়ের আশা সবার মধ্যেই রয়েছে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় জানান মানুষের ঢল নেমেছে বা আমাদের সাথে রয়েছে সে অনুযায়ী এবার কোচবিহার শহরে বিজেপি বোর্ড গঠন করবেন। শান্তশিষ্ট ভাবে ভোট হলে তৃণমূল হেরে যাবেন তাই ভয় শান্তশিষ্ট চায়না।
পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও হুড খোলা গাড়িতে করে শহরের বিভিন্ন জায়গায় প্রচার করেন সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ সহ তৃণমূল প্রার্থীরা উপস্থিত থেকে আজ কোচবিহার শহরের বিভিন্ন প্রান্তে তারা ভোট প্রচারে করেন।
Coochbehar : Last campaign
রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ জানান মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে কুড়িতে কুড়ি আসন পেয়ে বোর্ড গঠন করবেন তৃণমূল কংগ্রেস কোচবিহার পৌরসভার। এবং বাকি যারা রয়েছেন তারা কাঁচাগোল্লা পাবেন এবং আমরা কাজু বরফি।
Coochbehar : Last campaign
পাশাপাশি দার্জিলিং সমতলের তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ এদিন শেষবেলার প্রচারে প্রচারে বেরিয়ে পড়েন।
তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, কংগ্রেস, সহ পিছিয়ে নেই নির্দল প্রার্থী তারাও সকাল-সকাল শেষদিনের প্রচারে ব্যস্ত তাহলে দেখা গেল বিভিন্ন ওয়ার্ডে।
এর পাশাপাশি নির্দলরাও কিন্তু পিছিয়ে নেই সকাল থেকেই তারা ভোট প্রচারে বেরিয়ে পড়েছেন। সকাল থেকেই শেষ প্রচার করতে ব্যস্ততার মধ্যে দেখা গেল। নমিনেশন জমা দেওয়ার পর থেকেই প্রচারে নেমে পড়েছিলেন নির্দল প্রার্থীরা। প্রত্যেকদিনই তারা ক্যাম্পেইনিং করে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেছেন। আজকের দিন শেষ প্রচারে কিছু বলার নেই বলে জানান ৪ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী। শুধু আজ মানুষকে জানান দেওয়ার চেয়ে আগামী ২৭ তারিখ সূর্য চিহ্ন যেন ভোট দেন সেই প্রার্থনা নিয়েই আজ মানুষের বাড়ি বাড়ি ঘুরলেন।
নির্বাচন কমিশনার থেকে বেঁধে দেওয়া হয়েছিল ৭২ ঘন্টা আগে প্রচার শেষ করার কথা। সেই মোতাবেক আজ বিকেল চারটা অব্দি প্রচার পর্ব কর্মসূচি শেষ করে ফেলেছেন সব দলেরই প্রার্থীরা। মূলত দেখার রয়েছে আগামী ২৭তারিখ সকাল সকাল যেন সাধারণ মানুষ যে যে অডিও রয়েছেন তারা যেন ভর্তি দিয়েছেন সেই আবেদনই রাখছেন সব দলের প্রার্থীরা।
Published by Samyajit Ghosh