Friday, November 8, 2024
Homeরাজ্যউত্তর দিনাজপুরClash in Chopra জমি বিবাদ নিয়ে গোষ্ঠী সংঘর্ষে চোপড়ায় চলল গুলি, আহত...

Clash in Chopra জমি বিবাদ নিয়ে গোষ্ঠী সংঘর্ষে চোপড়ায় চলল গুলি, আহত চার

তন্ময় চক্রবর্তী, উত্তর দিনাজপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : Clash in Chopra ফের উত্তপ্ত চোপড়া বিধানসভার ভদ্রকালী এলাকা। পুরোনো বিবাদ নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে ছররা গুলিতে জখম চার। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছোরিয়ে পরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটা জমি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। আজ কোনও কারণে আবার দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। বিবাদ চলাকালীন আচমকা ছররা গুলি চলে এবং এই ঘটনায় এক কিশোরী, এক মহিলা ও এক ব্যক্তি আহত হয়। আহতরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুরোনো বিবাদ নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে ছররা গুলিতে জখম চার Clash in Chopra

এদিকে সংঘর্ষের ঘটনায় চোপড়ার বিধায়ক হামিদুল রহমান জানিয়েছেন, ‘দুই গোষ্ঠীর লোক তৃণমূলের। পুরনো জমি নিয়ে দীর্ঘদিন ধরে হাবা আর সুইট–– দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল।’ পাশাপাশি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও তুলে বিধায়ক বলেন, ‘বৃহস্পতিবার আবার সেই বিবাদ চরম আকার নেয়। দুই গোষ্ঠীর সংঘর্ষে ছররা গুলিতে জখম হয় চার জন।’

ইসলামপুর জেলার পুলিশ সুপার শচীন মক্করকে ফোনে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘গুলি চলেছে কিনা পুলিশ চোখে দেখেনি। গুজব উঠছে দুই-তিন জন আহত হয়েছে। এলাকায় পুলিশি টহলদারি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

বিধায়ক হামিদুল রহমান জানিয়েছেন, ‘দুই গোষ্ঠীর লোক তৃণমূলের’ Clash in Chopra

Clash in Chopra

আরও পড়ুন : Cooch Behar Municipality Election কোচবিহারের ১২ নম্বর ওয়ার্ডে পোস্টার, ফ্লেক্স, ফেস্টুন ছেঁড়া নিয়ে কাজিয়া

———–
Published by Subhasish Mandal  

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular