রণজিৎ দাস, মালদা, ইন্ডিয়া নিউজ বাংলা, English Bazar municipal election দুই ভাই দুই দলে। আসন্ন পুরসভা নির্বাচনে ইংরেজবাজার পুরসভার ৭ নং ওয়ার্ড থেকে দুই ভাইকে প্রার্থী করেছে দুই রাজনৈতিক দল। ৭নং ওয়ার্ড থেকে পুুরভোটে কংগ্রেস প্রার্থী হয়েছেন প্রণব ভট্টাচার্য ওরফে বলাই। ওই একই ওয়ার্ড থেকে বিজেপির টিকিটে লড়ছেন প্রণব বাবুর ভাই প্রণয় ভট্টাচার্য ওরফে নিমাই।
ভিন্ন রাজনৈতিক মতাদর্শ হলেও দুই ভাইয়ের টান অটুট English Bazar municipal election
প্রণব বাবু অবসরপ্রাপ্ত শিক্ষক। তাঁর ছোট ভাই প্রণয় ভট্টাচার্য পেশায় আইনজীবী। ভিন্ন রাজনৈতিক মতাদর্শ হলেও দুই ভাইয়ের একে অপরের প্রতি টান অটুট। তবে রাজনীতির ময়দানে দুই ভাই এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ।
দাদার লড়াই বিজেপি ও তৃণমূলের নীতির বিরুদ্ধে English Bazar municipal election
প্রণব বাবুর বক্তব্য, আমি কংগ্রেসের আদর্শের প্রতি দায়বদ্ধ। তাই দল যখন নির্দেশ দিয়েছে তখন নির্বাচনী লড়াইয়ে নেমেছি জয়ের প্রত্যাশা নিয়েই। আমার লড়াই ভাইয়ের বিরুদ্ধে নয়। কিন্তু বিজেপি ও তৃণমূলের নীতির বিরুদ্ধে আমার লড়াই জারি থাকবে। প্রচারে ভালো সাড়া পাচ্ছেন বলে মত অবসর প্রাপ্ত স্কুল শিক্ষকের।
দাদাকে টক্কর দিতে প্রস্তুত ছোট ভাই English Bazar municipal election
অন্যদিকে পেশায় আয়কর আইনজীবী প্রণয় বাবুর বক্তব্য, দীর্ঘদিন থেকেই বিজেপির আদর্শ পছন্দ করেই বিজেপির হয়ে লড়াইয়ে নেমেছি। প্রথমবার ভোটে লড়তে নামলেও দাদা বা অন্য প্রতিদ্বন্দ্বীদের কড়া টক্কর দিতে প্রস্তুত তিনি।
আরও পড়ুন : Belur Math open দেড় মাস পরে কোভিড বিধি মেনে ভক্তদের জন্য খুলে দেওয়া হল বেলুড় মঠ
___
Published by Julekha Nasrin