সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : Route March in Santipur পৌর নির্বাচন আর মাত্র কয়েকদিন। ক্ষমতার অধিকারী হতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে জনমত তাদের পক্ষে আনতে বিভিন্ন উপায় চালাচ্ছে প্রচার অভিযান। বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ব্যানার ছেঁড়া, ভোটারদের ভয় দেখানো, এমনকী বোম পড়ার মতো ঘটনাও উঠে এসেছে এরইমধ্যে। তাই ভোটারদের নির্ভয় ভোট দানে আশ্বস্ত করতে শুরু হয়েছে রুটমার্চ। রানাঘাট জেলা পুলিশের পক্ষ থেকে এসডিপিও প্রবীর মণ্ডল, শান্তিপুর থানার ওসি লালটু ঘোষ-সহ শান্তিপুর থানা এবং রানাঘাট জেলার অন্যান্য বেশকিছু পুলিশকর্মীদের দেখা গেল শহরের প্রধান রাস্তা দিয়ে রুটমার্চ করতে।
শান্তিপুরে রুটমার্চ Route March in Santipur
এ বিষয়ে এসডিপিও বলেন, ধারাবাহিকতা থাকবে রুটমার্চে। দিনে দুইবার করে বিভিন্ন এলাকায় পুলিশ টহল দেবে। শুধু তাই নয়, বহিরাগত রুখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় চলবে নাকা চেকিং। ভোটের দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে আগে থেকেই প্রস্তুত নদিয়ার দুই জেলা প্রশাসন।
Route March in Santipur
আরও পড়ুন: Anis Khan death case আনিস খানের মৃত্যু নিয়ে জল ঘোলা করছে শাসকদল, কটাক্ষ মহম্মদ সেলিমের
——–
Published by Subhasish Mandal