Wriddhiman Saha issues warning
ইন্ডিয়া নিউজ বাংলা : ভারতীয় ক্রিকেটে বিতর্কিত নাম এই মুহূর্তে ঋদ্ধিমান সাহা। ভারতের টেস্ট দল থেকে তাকে বাদ দিয়ে দেওয়ার পর অভিমান ঝরে পরেছে ঋদ্ধিমানের। ভারতীয় ক্রিকেটে অবদান রাখার পরেও তার বয়সকে শিখন্ডী খাড়া করে দল থেকে বাদ দিয়ে দেওয়া হল, আঘাত পান ভারতের উইকেট-রক্ষক ব্যাটার। আর এরপরই বিস্ফোরণ ঘটান। কিন্তু এর মধ্যেই কোনও এক সাংবাদিক নাকি তাকে সাক্ষাৎকারের জন্য হুমকি দিয়েছিলেন, সেই ছবি টুইটারে পোস্ট করে দেন ঋদ্ধিমান। আর তারপরই বিতর্কের ঝড় ওঠে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও এই গুরুতর বিষয়ে তদন্ত করার কথা জানিয়েছে। কে বা কারা এর সঙ্গে যুক্ত, অন্য ক্রিকেটারও এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে কিনা তা তদন্ত হবে। ভারতের প্রাক্তন ক্রিকেটাররাও সরব হয়েছেন এই নিন্দনীয় ঘটনায়। তারা পাশে দাঁড়াচ্ছেন ঋদ্ধিমানের।
Wriddhiman Saha warns about threat
তবে ঋদ্ধিমান সাংবাদিককে প্রথমবার মাফ করতে চান। কিন্তু পরের বার এমন ঘটনা ঘটলে তিনি ছেড়ে দেবেন না টুইট করে জানিয়েছেন। তিনি কারও ক্ষতি চাননা। তার স্বভাব নয় এটাও বলে দিয়েছেন। ওই ঘটনা তাকে আঘাত করেছিল। কিন্তু তার পরিবার তাকে কারো ক্ষতি করতে শেখায়নি।তাই এবার তিনি ক্ষমা করতে চান।
এবার ছেড়ে দিলাম, কারো ক্ষতি চাই না, কিন্তু পরের বার নাম ফাঁস করে দেব, বললেন ঋদ্ধিমান
1/3- I was hurt and offended. I thought not to tolerate such kind of behaviour and didn’t want anyone to go through these kind of bullying. I decided I will go out and expose the chat in public eye, but not his/her name
— Wriddhiman Saha (@Wriddhipops) February 22, 2022
Published by Samyajit Ghosh