Wednesday, December 18, 2024
Homeরাজ্যপূর্ব বর্ধমানAnis Khan death case আনিস খানের মৃত্যু নিয়ে জল ঘোলা করছে শাসকদল,...

Anis Khan death case আনিস খানের মৃত্যু নিয়ে জল ঘোলা করছে শাসকদল, কটাক্ষ মহম্মদ সেলিমের

সঞ্জিত সেন, পূর্ব বর্ধমান, ইন্ডিয়া নিউজ বাংলা, Anis Khan death case আনিস খানের মৃত্যুর পরে কয়েকদিন কেটে গেলেও এখনও অধরা মূল অভিযুক্তরা। ক্রমেই বাড়ছে ক্ষোভ। আজ (মঙ্গলবার) আনিসের  মৃত্যুর প্রতিবাদে কলকাতার রাজপথ অবরুদ্ধ হয়ে পড়ে ছাত্র বিক্ষোভে। আনিস কাণ্ডের তদন্তে ইতিমধ্যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করা হয়েছে। যদিও সিবিআই তদন্তে অনড় রয়েছেন আনিসের বাবা সালিম খান।

আনিসের মৃত্যু নিয়ে জল ঘোলা করছে শাসকদল Anis Khan death case 

এবার আনিস খানের মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। বর্ধমান শহরে পুরভোটের প্রচারে এসে প্রবীন বাম নেতার বক্তব্য, মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী দোষীদের আড়াল করতে চাইছেন। তিনি আরও বলেন, প্রথমে মুখ্যমন্ত্রী বললেন পুলিশ যায়নি, তারপর বললেন পুলিশ গিয়েছিল। সঙ্গে সঙ্গে নীচুতলার কয়েক জন পুলিশকে সাসপেন্ড করা হল। নীচু তলার পুলিশকে কেন সাসপেন্ড করা হল? কেন হাওড়া গ্রামীণ পুলিশ সুপারকে সাসপেন্ড করা হল না? প্রবীন নেতার প্রশ্ন, আনিসের বাবা আমতা থানায় ফোন করার ছয় ঘন্টা পর পুলিশ আসে ঘটনাস্থলে। আর আজ পড়ুয়ারা যখন এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজপথে নেমেছে উপযুক্ত বিচারের দাবিতে,   সেখানে শয়ে শয়ে পুলিশ চলে এলো? মহম্মদ সেলিমের পাল্টা শাসকদলের বক্তব্য, মৃত্যু নিয়ে বিরোধীরা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে।

আরও পড়ুন : Wagon in accident চলন্ত মালগাড়ি থেকে খুলে গেলো ১০টি বগি, দীর্ঘক্ষণ অচল হলদিয়া পাঁশকুড়া রেল লাইন

আরও পড়ুন : charak oath Controversey : কলকাতা মেডিকেল কলেজের পড়ুয়াদের চরক শপথ পাঠ নিয়ে তুমুল বিতর্ক

____

Published by Julekha Nasrin

 

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular