Saturday, November 23, 2024
HomeখেলাINDIAN CRICKETRahul saves life of youth cricketer ১১ বছরের উঠতি ক্রিকেটের জটিল...

Rahul saves life of youth cricketer ১১ বছরের উঠতি ক্রিকেটের জটিল অস্ত্রপচারে ৩১ লক্ষ দান কেএল রাহুলের 

ইন্ডিয়া নিউজ বাংলা: Rahul saves life of youth  cricketer   ক্রিকেটার কে এল রাহুল কে সবাই চেনেন। এবার মহানুভব কেএল রাহুলকে চেনা গেল। ১১ বছরের এক শিশুর জটিল অস্ত্রপচারে সাহায্য করলেন রাহুল । ৩১ লক্ষ টাকা সাহায্য করে তার অস্ত্রোপচার সফল করতে সাহায্য করলেন ভারতীয় ক্রিকেটার। অস্থিমজ্জার জটিল রোগে ভুগছিলেন ভারাদ। অস্ত্রোপচারের জন্য দরকার ছিল ৩১লক্ষ টাকা। দরকার ছিল অস্থিমজ্জার প্রতিস্থাপনের। ১১ বছর ছেলেটি আবার উঠতি ক্রিকেটার। রাহুল জানিয়েছেন তার টিম যখন জানতে পারে এই খবর সঙ্গে সঙ্গেই ওই শিশুর পরিবারের সঙ্গে তারা যোগাযোগ করে এবং তারপর অস্ত্রোপচারের জন্য যা দরকার তার ব্যবস্থা করে।

Rahul saves life of youth cricketer 

কেএল রাহুল বলেছেন, “আমি যখন ভারাদের অবস্থা সম্পর্কে জানতে পারি, তখন আমার দল গিভ ভিসিডেন্ট ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করে এবং জানতে চায় আমরা কি উপায়ে শিশুর সাহায্য করতে পারি।  আমি শুনেছি যে অস্ত্রোপচার সফল হয়েছে এবং শিশুটি এখন ভাল আছে। শিশুর মাও রাহুলকে ধন্যবাদ জানিয়ে বলেছেন , “এই আন্তর্জাতিক ক্রিকেটারের মহানুভবতা আমরা ভুলতে পারব না। তার সাহায্য ছাড়া, আমরা এত কম সময়ে ভারাদের জন্ম মজ্জা ট্রান্সপ্লান্ট সার্জারি করতে পারতাম না।

নিঃসন্দেহে মাঠে তার জনপ্রিয়তা নিশ্চয়ই আছে কিন্তু এই উদারতা দেখে তার হৃদয়ে যে কত বড় তারও প্রমাণ পাওয়া গেল।

Published by Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular