Sunday, November 24, 2024
Homeরাজ্যকলকাতাVeteran TMC Leader Sadhan Pande Passes Away প্রয়াত রাজ্যের প্রাক্তন ক্রেতা সুরক্ষা...

Veteran TMC Leader Sadhan Pande Passes Away প্রয়াত রাজ্যের প্রাক্তন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে

কৌশিক দাস, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : Veteran TMC Leader Sadhan Pande Passes Away প্রয়াত রাজ্যের প্রাক্তন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। বয়স হয়েছিল ৭১ বছর। গত বছর জুলাই মাসে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন। করোনা সারলেও ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। রবিবার সকালে আচমকাই তাঁর বুকে ব্যথা শুরু হয়। তারপরেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াণ ঘটে তাঁর। বর্ষীয়ান নেতার মৃত্যুতে টুইটে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে বর্ষীয়ান এই নেতার মরদেহ আজই কলকাতায় আনা হবে। রাতে পিস হেভেনে রাখা হবে মরদেহ। সোমার শেষকৃত্য সম্পন্ন হবে সাধন পাণ্ডের।

প্রয়াত রাজ্যের প্রাক্তন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে Veteran TMC Leader Sadhan Pande Passes Away

সাধন পাণ্ডের মৃত্যুতে এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘রাজ্যের প্রবীণ মন্ত্রী সাধন পাণ্ডের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭১ বছর।’

শোকবার্তায় মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘সাধন পাণ্ডে ২০১১ সাল পর্যন্ত পাঁচবার কলকাতার বড়তলা কেন্দ্রের বিধায়ক ছিলেন। ২০১১ সাল থেকে তিনি মানিকতলা কেন্দ্রের বিধায়ক। বিভিন্ন উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন। দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী সাধনদার সঙ্গে আমার অত্যন্ত হৃদ্য সম্পর্ক ছিল। তাঁর মৃত্যুতে রাজনৈতিক জগতের  অপূরণীয় ক্ষতি হল। আমি আমার অগ্রজকে হারালাম। আমি সাধন পাণ্ডের পরিবার-পরিজন ও অনুরাগীদের গভীর সমবেদনা জানাচ্ছি।’

Veteran TMC Leader Sadhan Pande Passes Away

আরও পড়ুন : Dilip Ghosh in Chai Pe Charcha লক্ষ্মী ভাণ্ডার ও দিদির ভাইয়েদের পেট ভরাতে গিয়ে রাজ্য দেউলিয়া হয়ে গেছে : দিলীপ ঘোষ

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular