Thursday, November 21, 2024
Homeরাজ্যকোচবিহারShootout at Dinhata তৃণমূল কাউন্সিলারের স্বামীকে লক্ষ্য করে গুলি! উত্তপ্ত দিনহাটার ২...

Shootout at Dinhata তৃণমূল কাউন্সিলারের স্বামীকে লক্ষ্য করে গুলি! উত্তপ্ত দিনহাটার ২ নম্বর ওয়ার্ড

অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা : Shootout at Dinhata ভরদুপুরে তৃণমূল কাউন্সিলারের  স্বামীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল দিনহাটা শহরের ২ নম্বর ওয়ার্ডে। অভিযোগ, এদিন দুপুর ১টা নাগাদ গুলি চালানো হয় বিজেপি নেতার বাড়ি থেকে। গুলিবিদ্ধ অবস্থায় কাউন্সিলরের স্বামী তাপস দাসকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কোচবিহারে রেফার করা হয়।

জানা গিয়েছে, তাপস দাসের স্ত্রী মিঠু দাস দিনহাটা পুরসভার ৭ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলার। এদিন একদল তৃণমূল কর্মী উদয়ন গুহর উপর হামলায় অভিযুক্ত বিজেপি নেতা অজয় রায়ের বাড়ির সামনে গিয়ে গণ্ডগোল করছিল। সেই সময় দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। তখনই হঠাৎ চলে গুলি। সেসময় কাউন্সিলারের স্বামী গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা অজয় রায়। এদিন তিনি বলেন তাঁর বাড়ির সামনে এসেই তৃণমূলের কর্মীরা বোমা-বন্দুক চালাচ্ছিল। সেখান থেকেই হয়তো গুলি লেগেছে।

গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল দিনহাটা শহরের ২ নম্বর ওয়ার্ডে Shootout at Dinhata

আরও পড়ুন : Udayan Guha’s warning ‘আলাদা রাজ্যের দাবি তুললে হাঁটু আস্ত রেখে বাড়ি ফিরতে পারবেন না’, হুঁশিয়ারি উদয়নের

এ বিষয়ে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ জানিয়েছেন, ‘আজ সকাল বেলা আমি জানতে পারি এগারোটার দিকে নাকি গুলি চালিয়েছে অজয় রায়। কেন্দ্রীয় বাহিনী, অ্যান্টি সোশ্যাল দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। অজয় রায়কে দিনহাটা ঢোকাতে তার বাড়িতে আরও অ্যান্টি সোশ্যাল এসে যোগ দেন। সেই সময়ই এই গণ্ডগোল বাঁধলে গুলি চালালে তা সদ্য তৃণমূল কাউন্সিলারের স্বামীর গায়ে গিয়ে লাগে। তাকে ইতিমধ্যেই দিনহাটা হসপিটালে নিয়ে গেলে সেখান থেকে কোচবিহার এমজেএন হাসপাতালে রেফার করা হয়। অজয় রায় ঢুকেই সন্ত্রাস করার পরিকল্পনা নিয়েছে। আর এইসব অ্যান্টি সোশ্যাল ও কেন্দ্রীয় বাহিনীকে মদত দিচ্ছে কেন্দ্র সরকার। কোনওভাবেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে থাকলেও তাকে ছাড়া হবে না। ইতিমধ্যেই দিনহাটা থানায় এফআইআর করা হয়েছে। তাকে কোনওভাবেই ছাড়া যাবে না। যেভাবেই হোক অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

‘কেন্দ্রীয় বাহিনী, অ্যান্টি সোশ্যাল দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে’ Shootout at Dinhata

এদিকে বিজেপির পক্ষ থেকে তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায় জানান, ‘যে বিধায়ক একথা জানিয়েছেন তিনি নিজেই বলেছিলেন দিনহাটায় বিজেপি কোনও অস্তিত্ব নেই। তাহলে বিজেপি কোথা থেকে এল? বিজেপির এতইবা সাহস কীভাবে হল যে গুলি চালাবে? তাহলে উনি মেনে নিলেন যে দিনহাটায় বিজেপির অস্তিত্ব রয়েছে। তৃণমূলের গোষ্ঠী কোন্দলেই এই ঘটনা ঘটেছে। পরিকল্পিতভাবে বিজেপি কর্মীর বাড়ির সামনে এ ঘটনা ঘটিয়ে মূলত পৌরসভা নির্বাচনে বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে।’

Shootout at Dinhata

আরও পড়ুন : Bidhannagar Cyber Crime বিএমসির নামে ভুয়ো ওয়ার্ক অর্ডার তৈরি করে কোটি টাকার প্রতারণা, বিধাননগর সাইবার ক্রাইম থানার জালে এক দুষ্কৃতী

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular