সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : Dilip Ghosh in Nadia ‘তৃণমূল পিসি-ভাইপোর পার্টি। শুধুমাত্র নতুন বোতলে পুরনো মদ ঢালা হয়েছে।’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বহাল রাখা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। নদিয়ার কৃষ্ণনগরে পৌরসভার নির্বাচনী প্রচারে আসেন দিলীপ ঘোষ। গতকাল তিনি নদিয়ার আরও বেশ কয়েকটি পৌরসভায় নির্বাচনী প্রচার করেছেন।
আজ সকালে কৃষ্ণনগর পৌরসভার কালিনগর বটতলা এলাকায় চায়ে পে চর্চাতে যোগদান করেন তিনি। সেখানে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘তৃণমূল হল পিসি-ভাইপো পার্টি। এটা একটা তাঁদের জন্য প্রপার্টি। শুধু মাত্র কয়েকদিন পিসি লোক দেখানোর জন্য একটু নাটক করেছেন।’
‘পিসি লোক দেখানোর জন্য একটু নাটক করেছেন’ Dilip Ghosh in Nadia
এর পাশাপাশি দিলীপ ঘোষ আরও বলেন, ‘কৃষ্ণনগর পৌরসভার থেকে শুরু করে একাধিক পৌরসভায় তৃণমূল ভয় পাচ্ছে বিজেপিকে দেখে। সেই কারণেই আমাদের কর্মীদের গুন্ডা দিযে ভয় দেখানোর চেষ্টা চলছে। গত বিধানসভা ভোটে আমাদের ভোটের শতাংশই অনেকটাই বেড়েছে। আমাদের দলীয় ব্যানারে পতাকা ছিঁড়ে ফেলা হচ্ছে। প্রতিবাদ করলেই গুন্ডা দিয়ে মারধর করা হচ্ছে। মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। তবে এই লড়াইয়ে আমাদের চলবে।’ এর পাশাপাশি তিনি বলেন, ‘প্রতিটি পৌরসভা ভোটেই আমরা ভালো ফলাফল করব।’
Dilip Ghosh in Nadia
———–
Published by Subhasish Mandal