শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : Bangladeshi Fishermen Detained ভারতীয় জলসীমা থেকে তিনটি বাংলাদেশি ট্রলার-সহ ৮৮ জন মৎস্যজীবীকে আটক করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ফ্রেজারগঞ্জ ঘাঁটির জওয়ানরা। অবৈধভাবে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় মৎস্যজীবীদের আটক করা হয়েছে। ভারতীয় জলসীমানার ৩৫ নটিক্যাল মাইল ভেতরে তিনটি মৎস্যজীবী ট্রলার ঢুকে পড়ে। মঙ্গলবার দুপুরে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জাহাজ যখন ভারত-বাংলাদেশ জলসীমায় টহলদারি চালাচ্ছিল তখন কর্তব্যরত জওয়ানরা দেখেন তিনটি বাংলাদেশের ট্রলার ভারতীয় জলসীমায় ভেতরে ঢুকে পড়েছে। এরপর ওই তিনটি ট্রলার-সহ ৮৮ জন মৎস্যজীবীকে আটক করে মঙ্গলবার রাতেই ফ্রেজারগঞ্জ ঘাঁটিতে আনা হয়।
ভারতীয় জলসীমানার ৩৫ নটিক্যাল মাইল ভেতরে ঢুকে পড়ে মৎস্যজীবীরা Bangladeshi Fishermen Detained
বুধবার দুপুরে এফবি আল রাফি, এফবি সোনার মদিনা, এফবি ফাতেমা নামের ওই তিনটি বাংলাদেশের ট্রলারকে আনা হয় ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে। তিনটি ট্রলার আনার জন্য নামখানা ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর থেকে একটি ট্রলার ও ১০ জন মৎস্যজীবীকে পাঠানো হয়েছিল ঘটনাস্থলে। বর্তমানে ওই তিনটি ট্রলার রয়েছে নামখানার ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে। বুধবার দুপুরে তিনটি বাংলাদেশের ট্রলার যখন ফ্রেজারগঞ্জ বন্দরে পৌঁছায় তখন সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ফ্রেজারগঞ্জ ঘাঁটির কমান্ডিং অফিসার এনপি সিং ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি শুভেন্দু দাস-সহ অন্যান্য আধিকারিকরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই তিনটি ট্রলারে থাকা ৮৮ জন মৎস্যজীবীর বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম এলাকায়। বুধবার রাতে ওই ৮৮ জন মৎস্যজীবীকে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার হাতে তুলে দেওয়া হয়।
Bangladeshi Fishermen Detained
আরও পড়ুন : Minister Aroop Biswas in Jaynagar ‘কংগ্রেস ফুটো নৌকা’, জয়নগরে বললেন মন্ত্রী অরূপ বিশ্বাস
———–
Published by Subhasish Mandal