Monday, November 25, 2024
Homeরাজ্যদক্ষিণ ২৪ পরগণাMurders at South 24 Parganas সরিষা হাটে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন, গণপিটুনিতে...

Murders at South 24 Parganas সরিষা হাটে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন, গণপিটুনিতে মৃত্যু এক দুষ্কৃতীর, এলাকায় উত্তেজনা

শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : Murders at South 24 Parganas সাতসকালে দক্ষিণ ২৪ পরগনার সরিষা হাটে জোড়া খুন। এক তৃণমূল নেতাকে খুন করে পালানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে যায় এক দুষ্কৃতী। গণপ্রহারে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুষ্কৃতীর। গোটা ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা সরিষায়। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় মোতায়েন পুলিশ পিকেট।

সূত্রের খবর, ডায়মন্ড হারবার থানার সরিষা হাটে বাগদার বাসিন্দা তৃণমূল নেতা নুর সালাম বেগ বাজার করতে আসে। সেই সময় হঠাৎই দুষ্কৃতীরা তাঁর দুই হাত ধরে ফেলে। অপর দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে নুর সালাম বেগকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তৃণমূল নেতার। এরপরই এলাকাবাসীরা দুষ্কৃতকারীদের তাড়া করলে একজনকে ধরে ফেলে গণপিটুনি দেয়। গণপিটুনিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুষ্কৃতী শরিফুল বেগের। খবর পেয়েই ঘটনাস্থলে আসে ডায়মন্ড হারবার থানার বিশাল পুলিশ বাহিনী।

সাতসকালে সরিষা হাটে জোড়া খুন Murders at South 24 Parganas

গোটা ঘটনায় ব্লক তৃণমূল নেতা অরুময় গায়েন জানিয়েছেন, ‘সাতসকালে সরিষা হাটের মতো জনবহুল এলাকায় এরকম দুষ্কৃতী হামলা ভাবা যায় না। নিহত তৃণমূল নেতা নুর সালাম বেগ ডায়মন্ড হারবার ২ ব্লকের যুব তৃণমূল নেতা। বাজার করতে এসে দুষ্কৃতীদের এলোপাথাড়ি হামলায় মৃত্যু হয়েছে। পুলিশ প্রশাসনের কাছে আবেদন ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দোষীদের চিহ্নিত করা হোক। আমরা পুরো বিষয়টি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি।’

আরও পড়ুন : Liquor confiscated in Dhupguri সবজির আড়ালে মদ পাচার, ধূপগুড়িতে উদ্ধার ২৩০ লিটার মদ

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular