সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা : Indian Cobra Snakes inside the School প্রাইমারি স্কুলের ক্লাস রুম খুলতেই বিপত্তি। ফনা উঁচিয়ে তেড়ে এল মস্ত বড় গোখরো সাপ। জেলার অন্যান্য প্রাথমিক স্কুলের মতো আজ থেকে থেকে দরজা খুলে গিয়েছিল জলপাইগুড়ি পাতকাটা কলোনির মোড়লপাড়া প্রাথমিক বিদ্যালয়ের। পড়ুয়ারা আসবার পর শ্রেণিকক্ষ খুলতে যান শিক্ষকেরা। কক্ষ খুলতেই ঘরের ভেতর থেকে শিক্ষকদের দিকে ফনা উঁচিয়ে তেড়ে আসে একটি মস্ত বড় গোখরো। এরপর সেখান থেকে ছুটে পালান শিক্ষক ও পড়ুয়ারা।
গোখরো সাপ স্কুলের ভেতরে এই খবর ছড়িয়ে পড়ে দ্রুত। এরপর ‘গ্রিন জলপাইগুড়ি’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠনকে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ। সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস তাঁর টিম নিয়ে ছুটে গিয়ে সাপটিকে ধরে স্কুলের কাছেই উপযুক্ত পরিবেশে ছেড়ে দেয়।
স্কুলঘর খুলতেই তেড়ে এল গোখরো সাপ Indian Cobra Snakes inside the School
Indian cobra Snakes inside the School
আরও পড়ুন : Schools opened in West Bengal ২ বছর পর খুলল স্কুল, প্রাণ ফিরে পেল প্রথম থেকে সপ্তম শ্রেণির পড়ুয়ারা
আরও পড়ুন : Schools opened in Jalpaiguri গান গেয়ে আর উপহার তুলে দিয়ে বরণ কচিকাঁচাদের, খুশির হাওয়া জলপাইগুড়িতে
আরও পড়ুন : Alipurduar Police Line বীরপাড়ায় আলিপুরদুয়ার পুলিশ লাইনের উদ্বোধন করলেন রাজ্য পুলিশের ডিজি
———–
Published by Subhasish Mandal