ইন্ডিয়া নিউজ বাংলা
কলকাতা, Sandhya Mukhopadhyay Death : বাঙালির আর এক আইকন গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যাযের পথচলা থেমে গেল, যাঁর কণ্ঠের যাদু সব প্রজন্মের সঙ্গীতপ্রেমীদের মুগ্ধ করে। সন্ধ্যা মুখোপাধ্যায়কে ২৫ জানুয়ারি পদ্মশ্রী সম্মান দেওয়ার জন্য কেন্দ্রের তরফে ফোন করা হয়েছিল। কিন্তু তা নিতে তিনি অস্বীকার করেছিলেন।২৭ জানুয়ারি তিনি বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়। হার্ট ও ফুসফুসের জটিলতার পাশাপাশি তিনি কোভিড ১৯ এ আক্রান্ত হন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়ে বাইপাশের বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই আজ সন্ধ্যায় চির ঘুমের দেশে পাড়ি দিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
I used to look upto her as my elder sister and this is a grave personal loss to me. She used to be the moving spirit in our Sangeet Akademi and we had conferred upon her Bangabibhushan( 2011), Sangeet Mahasamman ( 2012) etc. (2/3)
— Mamata Banerjee (@MamataOfficial) February 15, 2022
উত্তরবঙ্গ সফর কাঁটছাট করে কালই কলকাতায় ফিরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Sandhya Mukhopadhyay Death
সন্ধ্যা মুখোপাধ্যায়ের মত্যুর খবর পেয়ে উত্তরবঙ্গ সফর কাঁটছাট করে কালই কলকাতায় ফিরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কোচবিহারে ছিলেন, সেখান থেকে কলকাতায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলে জানিয়ে দেন, বুধবার সরকারি তত্ত্বাবধানেই হবে সন্ধ্যার শেষকৃত্য। তিনি বলেন, ‘‘কোচবিহারে আমার সভা রয়েছে। কিন্তু সন্ধ্যাদির মৃত্যু খবর পেয়ে মন খারাপ হয়ে গেল। তাই বুধবার দ্রুত কাজ সেরে আমি কলকাতায় ফিরে আসছি।’’ মঙ্গলবার রাতে তাঁর মরদেহ রাখা হতে পারে কলকাতা পুরসভার ‘পিস ওয়ার্ল্ড’-এ। বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাঁর মরদেহ রাখা হবে রবীন্দ্র সদনে। সেখানেই তাঁকে শ্রদ্ধা জানানো যাবে। তারপর বিকেলে রাজ্য সরকারের তদারকিতে পূর্ণ মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
Sandhya Mukhopadhyay Death