ইন্ডিয়া নিউজ বাংলা, নতুন দিল্লি, 30 Closed Trains Will Back On Tracks শীতের কারণে কুয়াশার দাপট দেখা যায় জেলার বিভিন্ন জায়গায়। যার ফলে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে পূর্ব রেলের মত একাধিক দূরপাল্লার ট্রেন আগামী তিন মাসের জন্য বাতিল করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ পূর্ব রেল। গত বছরের ১ ডিসেম্বর থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৩০টি ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেন দক্ষিণ পূর্ব রেল। মার্চেই হোলি উৎসব। যাত্রীদের ট্রেনে ভ্রমণের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে বাতিল থাকা ট্রেনগুলি ১মার্চ থেকে পুনরায় চালানো হবে।
মার্চ থেকে যে সমস্ত ট্রেনগুলি চলবে 30 Closed Trains Will Back On Tracks
মহানন্দা এক্সপ্রেস, আনন্দ বিহার-গোরখপুর ত্রি-সাপ্তাহিক এক্সপ্রেস সহ অনেক ট্রেন, বিহার থেকে পূর্বাঞ্চল, উত্তরাখণ্ড এবং লখনউ রুটে চলাচল করে। বাতিল হওয়া ট্রেনের মধ্যে এই সমস্ত ট্রেনও রয়েছে।
১.দিল্লি-আম্বালা প্যাসেঞ্জার
২. আনন্দ বিহার-সীতামারহি লিচ্ছবি এক্সপ্রেস
৩. অমৃতসর-জয়নগর এক্সপ্রেস
৪. দেরাদুন-উজ্জাইন পাক্ষিক এক্সপ্রেস
৫. মালদা টাউন-আনন্দ বিহার
৬. আনন্দ বিহার-গোরখপুর সাপ্তাহিক এক্সপ্রেস
আরও পড়ুন : Russia Ukraine Crisis Update রাশিয়ার পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তিত পশ্চিমী দেশগুলি
আরও পড়ুন : PM Modi rally in Punjab পঞ্জাব আমাকে বড় করেছে, আমি পঞ্জাবের কাছে ঋণী : প্রধানমন্ত্রী মোদি
৭. আনন্দ বিহার-গোরখপুর ত্রি-সাপ্তাহিক এক্সপ্রেস
৮. মহানন্দা এক্সপ্রেস
৯. অবধ-আসাম এক্সপ্রেস
১০. হাতিয়া-আনন্দ বিহার এক্সপ্রেস
১১. দিল্লি-আজমগড় কাইফিয়াত এক্সপ্রেস
১২. আনন্দ বিহার – ভাগলপুর এক্সপ্রেস
১৩. নয়াদিল্লি-রাজগীর শ্রমজীবী এক্সপ্রেস
১৪. নয়াদিল্লি-রাজেন্দ্র নগর এক্সপ্রেস
১৫. আনন্দ বিহার-দানাপুর এক্সপ্রেস
১৬. আনন্দ বিহার থেকে মুজাফফরপুর এবং সহরসার মধ্যে চলাচলকারী ট্রেনও চলবে।
___
Published by Julekha Nasrin