Sunday, November 24, 2024
HomeWILDLIFEElephant Rescued শালবনিতে কুয়োয় পড়ল হাতি! বনকর্মীদের আপ্রাণ চেষ্টায় তোলা হল জেসিবি...

Elephant Rescued শালবনিতে কুয়োয় পড়ল হাতি! বনকর্মীদের আপ্রাণ চেষ্টায় তোলা হল জেসিবি দিয়ে

পার্থ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : Elephant Rescued খাবারের সন্ধানে বেরিয়ে ফসলের জমির মাঝে কুয়োতে পড়ে গেল পূর্ণবয়স্ক হাতি। এই ঘটনায় শালবনির পাতাঝড়িয়াতে তীব্র চাঞ্চল্য। জানা গেছে, শালবনি ব্লকের ৬ নম্বর ভীমপুর অঞ্চলের লালগড় রেঞ্জের পাতাঝড়িয়ায় রবিবার রাতে খাবারের সন্ধানে প্রবেশ করে বড় একটি হাতির দল। জমির মধ্যে দিয়ে যাওয়ার সময় ফসলে জল দেওয়ার জন্য খনন করা কুয়োয় পড়ে যায় পূর্ণবয়স্ক হাতিটি। সকালে এলাকাবাসীরা হাতিটিকে কুয়োয় পড়ে থাকতে দেখে খবর দেয় বন দফতরে। হাতি কুয়োয় পড়ে যাওয়ার খবরে আশপাশের গ্রাম থেকে জড়ো হয় প্রচুর গ্রামবাসী। বন দফতরের কর্মীরা এসে হাতিটিকে উদ্ধার করার আপ্রাণ চেষ্টা করে। বনকর্মীরা কুয়োয় জল ভর্তি করে। অবশেষে হাতিটি কিছুটা উপরে উঠে আসার পর জেসিবি দিয়ে উদ্ধার করা হয় হাতিটিকে।

জমির মাঝে কুয়োতে পড়ে গেল পূর্ণবয়স্ক হাতি Elephant Rescued

আরও পড়ুন : CM at Cooch Behar প্রস্তুতি তুঙ্গে, কোচবিহারে চিলা রায়ের ৫১২তম জন্মজয়ন্তীতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular