পার্থ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : BJP protests in Midnapore রাজ্যের আইনশৃঙ্খলা অবনতি এবং তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে জেলাশাসকের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হল জেলা বিজেপি। উপস্থিত ছিলেন সাংসদ দিলীপ ঘোষ, রাজ্য সহ-সভাপতি সমিত দাস, প্রার্থী মিলন মাইতি, দেবাশিস দাস, অরূপ দাস, আশীর্বাদ ভৌমিক-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিনের বিক্ষোভ কর্মসূচিতে দিলীপ ঘোষ তাঁর বক্তব্যে বলেন, ‘কর্পোরেশন ভোটে হিংসা হয়েছে, প্রচারে হিংসা হয়েছে যাতে বিরোধীরা না বের হন। পুলিশকে লাগানো হয়েছে এবং ভোটের দিন ভোট লুট করা হয়েছে। বস্তি থেকে ভোটারদের বেরতে দেওয়া হয়নি। এজেন্টদের ভাগিয়ে দেওয়া হয়েছে। ক্যান্ডিডেটদের আটকানো হয়েছে এবং বাইরের থেকে ফলস ভোটার এনে ভোটিং করানো হয়েছে। পুলিশের সামনে হয়েছে, পুলিশ কমপ্লেনও নেননি। একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা হয়েছে। তৃণমূল যদি মনে করে ভয় দেখিয়ে, পুলিশ দিয়ে, কেস দিয়ে, বাড়িছাড়া করে বিজেপি কর্মীদের মনোবল ভেঙে দেবে তবে ভুল করছে। ভারতীয় জনতা পার্টির কর্মীরা অন্য ধাতু দিয়ে গড়া। আগামী যতদিন পশ্চিমবঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হচ্ছে আমরা লড়াই করতে থাকব। মাঠে লড়ব, ভোটে লড়ব, কোর্টে লড়ব।’
ফলস ভোটার এনে ভোটিং করানো হয়েছে BJP protests in Midnapore
পাশাপাশি এদিন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ সোমবার সকালে মেদিনীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীদের সাথে নিয়ে পালবাড়ি এলাকায় প্রাতর্ভ্রমণ ও চা চক্রে যোগ দেন। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৌর নির্বাচন নিয়ে বক্তব্য রাখেন। তিনি জানান, ‘শুধু পৌর নির্বাচন নয়, অন্য রাজ্যে যেখানে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানেও বিজেপি আগের থেকে আরও ভালো ফল করবে।’
আরও পড়ুন : Diamond Harbor Municipality ১৬ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূল প্রার্থী দেবকী হালদার
———–
Published by Subhasish Mandal