ইন্ডিয়া নিউজ বাংলা
কলকাতা, Municipal Elections 2022 Counting Live Update :রাজ্যের চার পুর নিগমরে ভোট গণনা শুরু হয়েছে। বিধাননগর, শিলিগুড়ি, আসাানসোল, চন্দননগর পুরনিগমের মোট ৯৫০ জন প্রাথীর আজ ভাগ্য নির্ধারিত হবে। বিধাননগরের মোট আসন ৪৯, শিলিগুড়ি পুরসভার মোট আসন ৪৭ আসানসোল পুরসভার মোট আসন১০৬ এবং চন্দননগর পুরসভার মোট আসন ৩৩।ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে চলছে ভোট গণনা চলছে। প্রথমে পোস্টাল ব্যালট গণা হচ্ছে।
শিলিগুড়ি পুরনিগমের ভোটে হারলেন অশোক ভট্টাচার্য। ৩০০ ভোটে পরাজিত হয়েছেন।
তৃণমূলের গৌতম দেব ।৩ হাজারের বেশি ভোটে জয়ী
আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ড থেকে জয়ী বিজেপি প্রার্থী চৈতালি তিওয়ারি। চৈতালি জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী।
Municipal Elections 2022 Counting Live Update
বিধানগর পুরসভা 2022 Bidhannagar Municipal Corporation election
আসন সংখ্যা ৪৯ তৃণমূল এগিয়ে ৩৯ ওয়ার্ডে অন্যান্য ০১
২৬৮৬ ভোটে জয়ী ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রণয় রায়
৮১৪৮ ভোটে জয়ী ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী চামেলী নস্কর।
৬৬৮৩ ভোটে জয়ী ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সম্রাট বড়ুয়া
১২ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী মমতা মণ্ডল জয়ী
১১৩২ ভোট জয়ী ৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বানীব্রত ব্যানার্জী
২১২০ ভোটে জয়ী ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তী।
২ নম্বর ওয়ার্ডে ৯৪১৭ ভোটে জয়ী রহিমা বিবি মন্ডল
3 নম্বর ওয়ার্ড তৃণমূল প্রার্থী আরাত্রিকা ভট্টাচার্য ১০ হাজার ৩৪২ ভোটে জয়ী
৫৬৬৮ ভোটে টিমসি ,দেবরাজ চক্রবর্তী জয়ী
৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সম্রাট বড়ুয়া ৬৬৮৩ ভোটে জয়ী
21 নম্বর ওয়ার্ড তৃণমূল প্রার্থী মনোরঞ্জন ঘোষ তিন রাউন্ড শেষে ৮00 ভোটে এগিয়ে
-
১২ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী মমতা মণ্ডল ৪০৩ ভোটে এগিয়ে রয়েছে।
১৭ নম্বর ওয়ার্ডের এগিয়ে কংগ্রেস প্রার্থী সমীর রায়।
১৭ নম্বর ওয়ার্ডে ৩ ভোটে এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থী।
৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সব্যসাচী দত্ত।
১৬ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের জয়শ্রী এগিয়ে।
শিলিগুড়ি পুরসভা 2022 Siliguri Municipal Corporation election
আসন সংখ্যা ৪৭ তৃণমূল এগিয়ে ১৭ ওয়ার্ডে বাম ০৩ বিজেপি ০৪ কংগ্রেস ০১
১ নং ওয়ার্ডে জয়ী হয়েছেন সিপিএম প্রার্থী বিশ্বজিৎ রায়।
২ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী গার্গী চ্যাটার্জি জয়ী হয়েছেন।
২৩ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী লক্ষ্মী পাল।
৩৩ নং ওয়ার্প্রাড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব এগিয়ে।
এগিয়ে সিপিএম প্রার্থী তথা বিদায়ী মেয়র অশোক ভট্টাচার্য।
আসানসোল পুরসভা 2022 Asansol Municipal Corporation election
মোট আসন ১০৬ তৃণমূল এগিয়ে ৪২ ওয়ার্ডে বিজেপি ০৫ কংগ্রেস ২ বাম ২ অন্যান্য ০১
৪৪ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন প্রাক্তন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়।
২৭ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি স্ত্রী চৈতালি তিওয়ারি।
চন্দননগর পুরসভা 2022 Chandannagar Municipal Corporation election
আসন সংখ্যা ৩৩ তৃণমূল এগিয়ে ১৯ ওয়ার্ডে বাম ০১ অন্যান্য ০১
চন্দনগরে ১৯ টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস