কৌশিক দাস, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : Protecting Cyber Fraud ক্রমবর্ধমান সাইবার জালিয়াতির হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে তাঁদের সচেতন করে তুলতে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্তনিগম বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে। মিলন মেলায় ওই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় বিপজ্জনক সাইবার লিঙ্ক চেনানোর পাশাপাশি সেই হানা থেকে কীভাবে বাঁচা যাবে তারও হাতেকলমে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন বিকাল পাঁচটা থেকে এক ঘণ্টার প্রশিক্ষণ চলছে বিনামূল্যে।
মিলন মেলার দ্বিতীয় দিন থেকেই জমে উঠছে মেলা। সমাজের সর্বস্তরের মানুষ ভীড় জমাচ্ছেন মেলায়। চলছে দেদার কেনাকাটাও। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবর্ষ মনে রেখে এই দিন মেলার মূল মণ্ডপে একটি টক শো-র আয়োজন করা হয়। বিষয় ছিল ‘নেতাজি সুভাষচন্দ্র বসুর ভারত ভাবনা ও আমরা।’ এছাড়াও আছে ক্যারিয়ার কাউন্সিলিং, মানসিক সমস্যা মেটাতে কাউন্সিলিংয়ের ব্যবস্থা। পাঁচ দিনের এই মেলা শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। শেষ দিনে থাকছে জব ফেয়ার।
Protecting Cyber Fraud
আরও পড়ুন : Chinese Ferret Beggar Rescued বিরল প্রজাতির চাইনিজ ফ্যারেট বেগার উদ্ধার বক্সিরহাটে
———–
Published by Subhasish Mandal