Wednesday, January 15, 2025
Homeরাজ্যনদিয়াBJP workers quit in Nadia নবদ্বীপে বিজেপিতে ভাঙন, ১৪৩ জন কর্মী-সমর্থক যোগ...

BJP workers quit in Nadia নবদ্বীপে বিজেপিতে ভাঙন, ১৪৩ জন কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূলে

সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা: BJP workers quit in Nadia পৌর নির্বাচনের প্রাকমুহূর্তে বিজেপিতে বড়সড় ভাঙন নবদ্বীপে। বিজেপি ছেড়ে ১৪৩ জন কর্মী-সমর্থক ও তাঁদের পরিবারবর্গ আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। নির্বাচনের আগে কর্মী-সমর্থকদের দলত্যাগের এই ঘটনা নবদ্বীপ পৌর এলাকায় বিজেপির শক্তি অনেকটাই ক্ষুণ্ণ করল বলে মত জেলা রাজনৈতিক মহলে। যার প্রভাব সরাসরি পড়বে নির্বাচনের ভোট বাক্সে বলে মনে করছেন রাজনীতিবিদদের একাংশ।

শনিবার রাতে নবদ্বীপ পৌরসভা ১৬ নম্বর ওয়ার্ডের সরকারপাড়া এলাকায় ওয়ার্ড কো-অর্ডিনেটর তথা শিক্ষক নিতাইচন্দ্র দাসের নেতৃত্বে এক দলীয় কর্মীসভায় বিজেপি ছেড়ে কর্মী-সমর্থকেরা যোগদান করেন তৃণমূলে। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পঞ্চম বারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহা-সহ নবদ্বীপ পৌরসভার প্রাক্তন প্রশাসক বিমানকৃষ্ণ সাহা, বিশিষ্ট শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।

পৌর নির্বাচনের মুহূর্তে বিজেপিতে বড়সড় ভাঙন BJP workers quit in Nadia

সভামঞ্চে বিজেপি থেকে আগত দলত্যাগী কর্মী-সমর্থকদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা ও প্রাক্তন পৌর প্রশাসক বিমানকৃষ্ণ সাহা। ১৬ নম্বর ওয়ার্ডে প্রায় সাড়ে চার হাজার ভোটার রয়েছে। আসন্ন নির্বাচনে ব্যাপক সংখ্যক ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী-সহ বিরোধী প্রার্থীদের ধরাশায়ী করে জয়লাভ করবেন বলে জানান তৃণমূল প্রার্থী শিক্ষক নিতাইচন্দ্র দাস।

BJP workers quit in Nadia

আরও পড়ুন : Santipur Municipality ছয় মাসের সন্তানকে কোলে নিয়ে দিনরাত প্রচারে বামপ্রার্থী

আরও পড়ুন : WB Municipal Election 2022 : বিক্ষিপ্ত হিংসার ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ, দরাজ সার্টিফিকেট নির্বাচন কমিশনের

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular