Thursday, September 19, 2024
Homeরাজ্যDied hit by train সেলফি যখন মরণ ফাঁদ, ট্রেনের ধাক্কায় মৃত্যু ২,...

Died hit by train সেলফি যখন মরণ ফাঁদ, ট্রেনের ধাক্কায় মৃত্যু ২, আহত ১

পার্থ মুখোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুর, ইন্ডিয়া নিউজ বাংলা, Died hit by train কাঁসাই নদীর পাড়ে পিকনিকে করতে এসে রেল লাইনের উপরে সেলফি তোলার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল দু’জনের। আহত একজনকে আশঙ্কা জনক অবস্থায় ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃতদের নাম মুস্তাক আলি খান (৩৭), আবির গায়েন (৩৫)। আহত ব্যক্তির নাম জুনমত গায়েন (৩৫)। মেদিনীপুর সদর ব্লকের রাজার বাগান এলাকার বাসিন্দা মুস্তাক এবং জুনমত এবং হাতিলকার বাসিন্দা আবির গায়েন।

সেলফি যখন মরণ ফাঁদ Died hit by train

৩ বন্ধু পিকনিক করতে আসে কাঁসাইয়ের পাড়ে। পিকনিক করার পরে বিকেলের ৩ জন মিলে রেল লাইনের উপর সেলফি তুলতে রায়। সেই সময় মেদিনীপুর হাওড়া-লোকাল মেদিনীপুর স্টেশন থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। ট্রেনের হর্ন শুনে ৩জনেই পালানোর চেষ্টা করেন। চালকও ব্রেক চেপেও শেষ রক্ষা হয়নি। একজন ব্রীজ থেকে নীচে পড়ে মৃত্যু হয়। অন্যজনের মৃত্যু হয় ট্রেনের ধাক্কায়। এখনও শেষ হয়নি কাঁসাই নদীর উপর ব্রীজ তৈরির কাজ ‌। তার আগে এই দুর্ঘটনা প্রশ্ন তুলেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।আরপিএফ ভূপেন্দ্র কুমার যাদব বলেন, মেদিনীপুর স্টেশন থেকে কাঁসাই হল্ট যাওয়ার আগে বিকেল সাড়ে চারটা নাগাদ মেদিনীপুর থেকে হাওড়া গামী লোকাল ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। মৃতদেহ ২টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন : Bithi Karmakar’s life struggle হার না মানা লড়াইয়ের অপর নাম বিথী কর্মকার

আরও পড়ুন : Demonstration demanding paved roads পাকা রাস্তার দাবিতে প্রতিকী বিক্ষোভ স্থানীয়দের

___

Published by Julekha Nasrin

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular