সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা, Died by an army vehicle সেনাবাহিনীর গাড়ির থাকায় মৃত্যু হল এক স্কুল ছাত্রীর৷ মৃত ছাত্রীর নাম অর্পিতা ওরাও (৬)। মালবাজার মহকুমার বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের সোনালী চাবাগান এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সোনালি চা-বাগান সংলগ্ন লীস নদীর চরে বেশ কিছুদিন ধরে সেনাবাহিনীর ফায়ারিং মহড়া চলছে। সেই কারণে প্রতিদিন এই রাস্তা দিয়ে প্রচুর সংখ্যক সেনাবাহিনীর গাড়ি চলাচল করে। শনিবার সেরকমই সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় মৃত্যু হল বছর ৬-এর অর্পিতার। এই ঘটনায় শোকের ছায়া সোনালী চা-বাগান এলাকায়। মালবাজার থানার পুলিশ মৃত্যু দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়়েছে। এই ঘটনার পর সেনাবাহিনীর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।পুলিশ ঘটনার তদন্ত করছে।
আরও পড়ুন : Specially abled marriage নতুন বউ বিশেষভাবে সক্ষম, দরজা বন্ধ বাড়ির লোকের
___
Published by Julekha Nasrin