Wednesday, December 18, 2024
HomeদেশMamata in Uttar Pradesh যোগীরাজ্যে মমতা, ‘ভাতিজা’-কে সমর্থন করে বিজেপিকে কড়া বার্তা...

Mamata in Uttar Pradesh যোগীরাজ্যে মমতা, ‘ভাতিজা’-কে সমর্থন করে বিজেপিকে কড়া বার্তা তৃণমূল সুপ্রিমোর

কৌশিক দাস, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : Mamata in Uttar Pradesh ২ দিনের সফরে গতকাল উত্তরপ্রদেশ পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের হয়ে প্রচার করছেন বাংলার মুখ্যমন্ত্রী। আজ সমাজবাদী পার্টির দফতরে সাংবাদিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা আগেই জানিয়েছিলেন উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে তিনি কোনও প্রার্থী দেবেন না। পরিবর্তে সেখানে অখিলেশ যাদবকে সমর্থন করবেন। সেই মোতাবেক জানুয়ারি মাসের ১৮ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলকাতায় এসে দেখা করে গিয়েছিলেন বামফ্রন্ট সরকারের প্রাক্তন মৎস্যমন্ত্রী তথা বর্তমান সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তিনি জানিয়েছিলেন ৭ ফেব্রুয়ারি লখনউ যাবেন মুখ্যমন্ত্রী। সেখানেই অখিলেশ এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভা করবেন। উল্লেখ্য সেসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে জাতীয় নেত্রী বলেই সম্বোধন করেছিলেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন মমতা এবং অখিলেশ যাদবের মধ্যে বরাবরই সুসম্পর্ক রয়েছে। একাধিকবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে একাধিক সভা এবং অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

শুধু তাই নয় ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের হয়ে প্রচারে এসেছিলেন সমাজবাদী পার্টির নেত্রী জয়া বচ্চন। কিরণময় নন্দ নন্দীগ্রামে প্রচার করেছিলেন তৃণমূলের পক্ষে। তাই এবার উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপি সরকারকে উৎখাত করতে অখিলেশ যাদবের হাত শক্ত করতে গোবলয়ে পাড়ি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, ভোটের আগেই যোগী রাজ্যে বিজেপিতে ধস নেমেছে। বেশ কয়েকজন মন্ত্রী-বিধায়ক ইতিমধ্যেই সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরপ্রদেশ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন : UP Vidhan Sabha Election 2022 নবম তালিক প্রকাশ আম আদমি পার্টির, তিনটি আসনে প্রার্থী পরিবর্তন

আরও পড়ুন : INDIA NEWS-JAN KI BAAT OPINION POLL UP 2022 ELECTION : উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের ফেরা নিশ্চিত , সরকার গড়বে বিজেপি

আরও পড়ুন : INDIA NEWS-JAN KI BAAT OPINION POLL PUNJAB 2022 ELECTION : পঞ্জাবে কংগ্রেসের কাজিয়া থেকে লাভবান হবে আম আদমি পার্টি

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular