Sunday, November 24, 2024
Homeরাজ্যউত্তর ২৪ পরগণাMLA Madan Mitra anger against party প্রার্থী তালিকা নিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ...

MLA Madan Mitra anger against party প্রার্থী তালিকা নিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিধায়ক মদন মিত্র

কৌশিক দাস, ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা, MLA Madan Mitra anger against party আসন্ন পুর নির্বাচনে তৃণমূলের প্রকাশিত প্রার্থী তালিকা নিয়ে জেলায় জেলায় অসন্তোষ তৈরি হয়েছে কর্মী-সমর্থকদের মনে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ক্ষোভে ফুঁসছে শাসকদলের কর্মীরা। আর কর্মী-সমর্থকদের মনে এই জ্বলতে থাকা ছাইচাপা আগুনে জল ঢালতে কার্যত ব্যর্থ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

মদন বাণে বিদ্ধ সৌগত রায় MLA Madan Mitra anger against party

কামারহাটির রথতলায় প্রার্থী অসন্তোষ নিয়ে কর্মী সভায় যোগ দিয়ে দলের সাংসদ সৌগত রায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।এদিন তাঁকে বলতে শোনা যায়, যে নেতা কাজুবাদাম, বটিকাবাব, বিরিয়ানি খেয়ে প্রার্থীর নাম দিয়েছেন, সেই নেতার যদি সাহস থাকে তাহলে কামারহাটির বিটি রোড দিয়ে যাতায়াত করে দেখান। কামারহাটির মানুষ তাঁকে বুঝে নেবে। তিনি আরও বলেন, “কোটি কোটি টাকা তোলা তুলে যাদের নাম প্রার্থী তালিকায় রাখা হয়েছে সেই নেতাই  শান্ত কামারহাটিকে অশান্ত করার চেষ্টা করছেন। শুধু দলের সাংসদ বা বর্ষীয়ান নেতাই নন,মদন মিত্রের আক্রমণ থেকে বাদ যাননি কামারহাটি পৌরসভার প্রশাসক গোপাল সাহাও। বরাবরই গোপাল সাহার সঙ্গে মদন মিত্রের সম্পর্ক সাপে-নেউলে। গোপাল সাহাকে কটাক্ষ করে মদন মিত্র বলেন,  কামারহাটি পৌরসভার প্রশাসকের ঘর প্রোমোটার চক্রের বৈঠকখানা। সেই ঘর থেকে সমস্ত নথি টেনে বের করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন কামারহাটির বিধায়ক।সংশোধিত তালিকা প্রকাশের পর দেওয়াল লিখনের নির্দেশ মদন মিত্রর MLA Madan Mitra anger against party

প্রসঙ্গত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই এহেন ক্ষোভ-বিক্ষোভ ফুঁসছে তৃণমূলের অন্দরমহল। সূত্র মারফত দাবি করা হচ্ছে চূড়ান্ত তালিকা প্রকাশ হতে চলেছে। সেই সূত্রের খবরের মান্যতা দিয়েছেন মদন মিত্র। তিনিও জানিয়েছেন প্রার্থী তালিকা আবার বেরোবে। তাই প্রার্থীর নাম দেখেই কর্মীদের দেওয়াল লিখনের নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন : Farmers fear loss in rains জলের তলায় চাষের জমি, দুশ্চিন্তায় প্রহর গুনছেন দিনহাটার চাষিরা

আরও পড়ুন : Sonarpur-Rajpur Municipality Election তৃণমূল কর্মীদের ক্ষোভ অব্যাহত! পৌরসভা নির্বাচনে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী ওয়ার্ড প্রেসিডেন্ট

_____

Published by Julekha Nasrin

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular