East Bengal club mourns death of Life member Lata Mangeshkar ইস্টবেঙ্গল ক্লাবের আজীবন সদস্য চলে যাওয়ায় পতাকা অর্ধনমিত
সাম্যজিৎ ঘোষ, ইন্ডিয় নিউজ বাংলা, কলকাতা: কলকাতার ফুটবলের সঙ্গেও নিবিড় যোগাযোগ ছিল লতা মঙ্গেশকারের । ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে বিশেষ শো করে গিয়েছিলেন লতা মঙ্গেশকার। ১৯৮৮ সালে ক্লাবে উপস্থিত হয়েছিলেন তিনি। সেসময় আজীবন সদস্য পদও তুলে দেওয়া হয় কিংবদন্তি সঙ্গীতশিল্পীকে। সেদিনের স্মৃতিচারণ করেছেন ক্লাবের শীর্ষকর্তা।
“এমন শ্রোতা আমি খুব কম জায়গায় পেয়েছি। বাংলা এবং ইস্টবেঙ্গল ক্লাবের সভ্য সমর্থকদের অজস্র ধন্যবাদ জানাই।”
তিনি আরও বলেন, লতা মঙ্গেশকার ক্লাবে আসা থেকে বেরিয়ে যাওয়ার পর্যন্ত কমবেশি আমরাই ওঁর সঙ্গে ছিলাম। আমরা ভাগ্যবান। আমাদের সেই সুযোগটা হয়েছিল। অনুষ্ঠান শুরুর আগে আড়াই থেকে তিন ঘণ্টা গ্র্য়ান্ড হোটেলে রেওয়াজ করেছিলেন। আগের দিন রাতে এসেই স্টেজ দেখে গিয়েছিলেন। স্টেজ দেখে ওঁর খুব পছন্দ হয়। পরদিন গান গেয়েছিলেন। ওঁর সঙ্গে ছিলেন অমিত কুমার, হরিহরণ, ঊষা উত্থুপ।
অনুষ্ঠানের পর উনি একটাই কথা বলেছিলেন যে এমন শ্রোতা আমি খুব কম জায়গায় পেয়েছি। বাংলা এবং ইস্টবেঙ্গল ক্লাবের সভ্য সমর্থকদের অজস্র ধন্যবাদ জানাই।”
এদিন লতা মঙ্গেশকারের মৃত্যুতে অর্ধনমিত রাখা হয় ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা।
ইস্টবেঙ্গল ক্লাবের শোক বার্তা
দেবী সরস্বতী পুজোর পরের দিনই সঙ্গীতের মা সরস্বতী চলে গেলেন আমাদের সবাইকে ছেড়ে I কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে আমরা শোকস্তব্ধ I আমরা ওঁর বিদেহী আত্মার চির শান্তি কামনা করিI উনি অনন্তকাল বেঁচে থাকবেন মানুষের মনের মণি কোঠায় I
১৯৮৮ সালে উনি এসেছিলেন ইস্টবেঙ্গল ক্লাবে I আমরা ওঁকে ক্লাবের আজীবন সদস্যাপদ পদ তুলে দিয়েছিলাম I ১৯৮৮ সালে ইস্টবেঙ্গল ক্লাবের প্রি প্ল্যাটিনাম জুবিলী অনুষ্ঠানে উপস্থিত লতা মঙ্গেশকরের নানান স্মৃতি কথা তুলে ধরেছেন ক্লাবের কর্ম সমিতির সদস্য শ্রী দেবব্রত সরকার I
Published by Samyajit Ghosh