শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : Queen of Melody Lata Mangeshkar no more চিরঘুমের দেশে লতা মঙ্গেশকর। ভারতীয় চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ সুরকার, দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন প্রাপক এবং ৫০ বছরেরও বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রের পর্দায় নারীত্বের মূর্ত প্রতীক লতা মঙ্গেশকর। প্লেব্যাক গায়িকা লতা মঙ্গেশকর দীর্ঘ অসুস্থতার পরে রবিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। করোনায় আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন সুরসম্রাজ্ঞী।
৫০ বছরেরও বেশি সময় ধরে সুরের সাধনায় কখনও ভোলেননি নিজের বাবাকে। এক ভিডিও বার্তায় তুলে ধরেছিলেন তাঁর ৫০ বছরের সুরের যাত্রার কথা। আবেগতাড়িত লতা মঙ্গেশকর জানিয়েছিলেন, ‘এত বড় দুনিয়ায় বাবা আমাকে একা রেখে চলে গেছেন। কিন্তু আমার সবসময় মনে হয়েছে বাবা আমার পাশে রয়েছে। আমায় গান শেখাচ্ছেন। কখনও কখনও মনে হত যেন আমার মাথায় হাত দিয়ে যেন বলছেন, লতা ভয় পেও না। আমি তো আছি। এভাবেই আমার সঙ্গীতজগতের ৫০ বছর পার হয়েছে। বাবার আশীর্বাদ ছিল বলেই আজ আমার এত নাম হয়েছে।’
‘বাবার আশীর্বাদ ছিল বলেই আজ আমার এত নাম হয়েছে’ Queen of Melody Lata Mangeshkar no more
আরও পড়ুন : Lata Mangeshkar Stable : লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা স্থিতিশীল, বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী মোদী