Monday, November 25, 2024
Homeরাজ্যআলিপুরদুয়ারTwo Women Returned from Bhutan তিন বছর পর দেশে ফেরা, ভুটান থেকে...

Two Women Returned from Bhutan তিন বছর পর দেশে ফেরা, ভুটান থেকে ভারতে এলেন কালচিনির দুই যুবতী

অনিসা পোদ্দার, আলিপুরদুয়ার, ইন্ডিয়া নিউজ বাংলা:  Two Women Returned from Bhutan পুলিশের উদ্যোগে দেশের মাটিতে পা রাখল ভুটানে আটকে থাকা দুই যুবতী। ভুটান থেকে জয়ঁগাতে শুক্রবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে অবশেষে ফিরল কালচিনি ব্লকের মেচপাড়ার চা বাগানের দুজন যুবতী প্রতিমা লোহারা (১৯) ও সোনিয়া লোহারা (২০)। প্রায় তিন বছর আগে কাজ করতে গিয়ে ভুটানে আটকে পড়েছিল কালচিনি ব্লকের এই দুই যুবতী। এরপর তাঁদেরকে দ্রুত বাড়িতে ফিরিয়ে আনতে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছিল তাঁদের পরিবার। তাঁদের আর্জি পাওয়ার পর আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, অতিরিক্ত পুলিশ কুন্তল বন্দ্যোপাধ্যায় ও জয়গাঁর এসডিপিও এলটি ভুটিয়ার উদ্যোগে এদিন বিকেলে ভুটান প্রশাসন দুজন যুবতীকে জয়গাঁ থানার হাতে তুলে দেয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন জয়গাঁ থানার ওসি সৌভিক মজুমদার, জয়গাঁ এসডিপিও এলটি ভুটিয়া ও যুবতীর পরিবারের লোকেরা। ভারতে ফিরে খুশি দুই যুবতী ও তাঁদের পরিবার।

কাজ করতে গিয়ে ভুটানে আটকে পড়েন দুই যুবতী Two Women Returned from Bhutan

আরও পড়ুন : TMC workers protest in East Midnapore কাঁথি-তমলুক-এগরাতে তৃণমূল কর্মীদের বিক্ষোভ, নির্বাচন কমিটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ অখিল গিরির

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular