প্রাচী, মুম্বই, ইন্ডিয়া নিউজ বাংলা,Hindi Remake Of Tamil Film Ratasan বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। বি-টাউনের ব্যস্ত তারকাদের মধ্যে অন্যতম।প্রতি বছরই তাঁর হাতে ছবির দীর্ঘ লাইন থাকে। সম্প্রতি, অভিনেতা ‘রামসেতু’ ছবির শুটিং শেষ হওয়ার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ছবির শ্যুটিং শেষ হওয়ার কথা ঘোষণা করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে, বর্তমানে মুসৌরিতে শুটিং-এর কথা জানিয়েছেন বলিউডের খিলাড়়ি।
মুসৌরিতে পুলিশের ইউনিফর্মে অভিনেতাHindi Remake Of Tamil Film Ratasan
ছবিতে মুসৌরির সৌন্দর্য দেখা যাচ্ছে। এবং তুষারপাতের মধ্যে পুলিশের ইউনিফর্মে দেখা যাচ্ছে অভিনেতাকে। মুসৌরিতে শুটিং করা স্বপ্নের মত। এখন মুসৌরিতে তুষারপাত হচ্ছে। আর এই তুষারপাতের মধ্যে অভিনয় করেছেন অভিনেতারা। অক্ষয় কুমার যে ছবিটির শুটিং করছেন তা তামিল সুপারহিট সাসপেন্স থ্রিলার ছবি রাতসানের হিন্দি রিমেক। এতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। এই ছবিতে গান করেছেন অরিজিৎ সিং।
আরও পড়ুন : নকল বিকিনিতে ছবি শেয়ার করে ট্রোলড অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়
_____
Published by Julekha Nasrin