অশোক ভট্টাচার্য,ঝাড়গ্রাাম, ইন্ডিয়া নিউজ বাংলা, Theme of Saraswati Pujo ‘ভূতের রাজা দিল বর’ সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপী গায়েন বাঘা বায়েন’ সিনেমার রবি ঘোষ ও তপন চট্টোপাধ্যায়ের অভিনয় ফুটে উঠতে চলেছে সরস্বতী পুজোর থিমে। ঝাড়গ্ৰামের বেলপাহাড়ি ব্লকের শিলদা এলাকার শিলদা রংতুলির সরস্বতী পুুজোর থিমে ফুটে উঠেছে গুুুপী বাঘার চিত্র।শিলদা রংতুলির সরস্বতী পুজো এবছর ২৮ তম বছরে পদার্পণ করেছে।
পুজোর থিমে গুপী-বাঘাTheme of Saraswati Pujo
শিলদার মত গ্রাম্য এলাকায় সরস্বতী পুজো ঘিরে প্রতিবছরই আনন্দে মেতে ওঠেন এলাকার বাসিন্দারা। বিভিন্ন থিমের কারুকার্যের মধ্য দিয়ে সরস্বতী পূজায় মেতে ওঠে শিলদা রংতুলি। এবছর পুজোর থিম হিসাবে ১৯৯২ সালে সত্যজিৎ রায় পরিচালিত গুপী গায়েন বাঘা বায়েন সিনেমাার চরিত্র গুলিকে ফুটিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে শিলদা রং তুুলি। উদ্যোক্তা সোম ঘর বলেন, ‘২৮ বছর ধরে আমাদের এই পুজো চলে আসছে । প্রতি বছর বিভিন্ন থিমের উপর ভিত্তি করে শিলদাতে সরস্বতী পুজো করা হয়। এই বছর গুপি গায়েন বাঘা বায়েন করা হচ্ছে’।
আরও পড়ুন : জেলায় জেলায় বৃষ্টি! কালো মেঘে ঢাকা বাংলা, সঙ্গী ঝোড়ো হাওয়া