Birds and fishes die myteriously ফারাক্কায় ভেসে উঠছে মৃত মাছ ও পাখি, বিষক্রিয়া কিনা তা নিয়ে প্রশ্ন
রাজীব ঘোষ, ইন্ডিয়া নিউজ বাংলা, মালদা: ফারাক্কায় ভেসে উঠছে মৃত মাছ ও পাখি। বিষক্রিয়া কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। ফরাক্কার ফিডার ক্যানেলে সারি সারি মৃত পরিযায়ী পাখি ও মৃত মাছ ভেসে আসায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কা ফিডার ক্যানেলের গঙ্গায়।
সন্দেহ করা হচ্ছে পরিযায়ী পাখি মৃত বা জীবিত ধরে দিতে পারলে কিছু টাকা বিনিময়ে বিক্রি হয়। সেই জন্য মনে করা হচ্ছে গঙ্গার কোনও একটি জায়গায় বিষ মেশানো হচ্ছে, যেখানে পরিযায়ী পাখি এসে বসে। এর ফলে যেমন পরিযায়ী পাখি মারা যাচ্ছে তেমনই বহু মাছও মারা গেছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফারাক্কার ভিডিও জুনায়েদ আহমেদ। তড়িঘড়ি খবর দেওয়া হয় বনদপ্তরকে। ফারাক্কার বিডিও জুনায়েদ আহমেদ জানান, এই বিষয়ে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই পরিযায়ী পাখিরা বছরে একবার শীতের সময় এখানে আসে। এইভাবে যদি পাখিদের কোনরকম ক্ষতিকারক কিছু দিয়ে মেরে ফেলা হয় তাহলে তারা আর আগামী দিনে আসবে না বলে অনুমান করছে।
Published by Samyajit Ghosh