Sunday, November 24, 2024
Homeরাজ্যনদিয়াSecondary in 55 years ৫৫ বছরে মাধ্যমিক! নজির গড়লেন রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের...

Secondary in 55 years ৫৫ বছরে মাধ্যমিক! নজির গড়লেন রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের গৃহবধূ-ছাত্রী

সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : Secondary in 55 years শিক্ষার ইচ্ছা থাকলে বয়স যে বাধা হয়ে দাড়ায় না, তার অন্যতম নজির সৃষ্টি করলেন পূর্ব বর্ধমানের কালনা মহাপ্রভু পাড়ার বাসিন্দা এক গৃহবধূ। সোনালি কুণ্ডু নামে ওই গৃহবধূর নবম শ্রেণিতে পড়তে পড়তে অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছিল। আর তাই আর মাধ্যমিক পরীক্ষা দিতে পারেননি তিনি। যদিও মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ইচ্ছা মনের মধ্যে পুষে রেখেছিলেন তিনি। অবশেষে ৫৫ বছর বয়সে পা দিয়েই মাধ্যমিক পরীক্ষা দিলেন শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের অধীনে থাকা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের এক গৃহবধূ-ছাত্রী।

৫৫ বছরে পা দিয়েই মাধ্যমিক পরীক্ষা গৃহবধূ-ছাত্রীর Secondary in 55 years

আরও পড়ুন : Cultivation of Kashmiri Apple Ziziphus কাশ্মীরি আপেল কুলের চাষ! তাক লাগালেন উত্তর দিনাজপুরের জিতেন বর্মণ

ওই গৃহবধূ-ছাত্রী পূর্ব বর্ধমান জেলার কালনা মহাপ্রভু পাড়ায়। সোনালি কুণ্ডুর ছেলের বয়স ২৮ বছর। ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করে বর্তমানে চাকরি করছেন। যদিও মায়ের সুপ্ত ইচ্ছার কথা জানতে পেরে তিনি মাকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য যথেষ্ট উৎসাহিত করেছেন। পরীক্ষায় উৎসাহ দিয়েছেন সোনালির স্বামীও। নদিয়ার শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের সঙ্গে থাকা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সেন্টারে গত বছর করোনা পরিস্থিতির সময় থেকে এখনও পর্যন্ত অফলাইন ক্লাস চালু হয়নি। পরীক্ষা হয়েছে অনলাইনেই। ওই সেন্টারের ৩৪১ জন পরীক্ষার্থীর মধ্যে সোনালি কুণ্ডু একজন যে এবছর অনলাইনেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। গতকাল অঙ্ক পরীক্ষার মাধ্যমে শেষ হয়েছে পরীক্ষা। সেন্টারে খাতা জমা দিতে এসেই সোনালি ক্যামেরাবন্দি হলেন ইন্ডিয়া নিউজ বাংলার। এই বয়সে ভালোভাবেই পরীক্ষা দিতে পেরে খুব খুশি তিনি। পাস করার ব্যাপারে যথেষ্টই আশাবাদী ৫৫-র গৃহবধূ-ছাত্রী সোনালি কুণ্ডু।

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular