Sunday, November 24, 2024
Homeরাজ্যউত্তর দিনাজপুরCultivation of Kashmiri Apple Ziziphus কাশ্মীরি আপেল কুলের চাষ! তাক লাগালেন উত্তর...

Cultivation of Kashmiri Apple Ziziphus কাশ্মীরি আপেল কুলের চাষ! তাক লাগালেন উত্তর দিনাজপুরের জিতেন বর্মণ

তন্ময় চক্রবর্তী, উত্তর দিনাজপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : Cultivation of Kashmiri Apple Ziziphus বাংলায় সর্বপ্রথম কাশ্মীরি আপেল কুলের চাষ করে তাক লাগিয়ে দিলেন উত্তর দিনাজপুর জেলার জিতেন বর্মণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত গঠনে সাড়া দিয়ে এগিয়ে এসেই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের টুঙ্গিইল বিলপাড়ায় চাষ করে ফেলেছেন এই কুলের চাষ। আজ তিনি তাঁর জমিতে কাশ্মীরি কুল চাষ করে আত্মনির্ভর হয়ে উঠেছেন। যা জেলার মধ্যে নয়া নজির সৃষ্টি করেছে।

জিতেন বর্মন জানান, ‘ছোটবেলা থেকেই শখ ছিল কিছু করে নিজের পায়ে দাঁড়াতে হবে। আর সেই তাগিদকে মাথায় রেখে নিজের জমিতেই কাশ্মীর থেকে আপেল নিয়ে এসে কুলের সঙ্গে ক্রসিং করে কাশ্মীরি কুলের চাষ করা শুরু করা। গত বছর ২৭ কুইন্ট্যাল ফলন পাওয়া গেছে। সামনে সরস্বতী পুজোয় বিক্রি বেশ বাড়বে বলেই আশাকরি। পশ্চিমবঙ্গের বুকে উত্তর দিনাজপুর জেলায় এই কাশ্মীরি আপেল কুলের চাষ দেখতে সকলকে আমন্ত্রণ রইল।’

কাশ্মীর থেকে আপেল নিয়ে এসে কুলের সঙ্গে ক্রস Cultivation of Kashmiri Apple Ziziphus

আরও পড়ুন : Joy Johar Mela জয় জোহার মেলা, আদিবাসী জনজাতির কৃষ্টি সংস্কৃতি

এ বছর জিতেনবাবু আশা করছেন চারগুন বেশি কুলের ফলন পাবেন। আর সেই লক্ষ্যে জোর কদমে এখন তিনি ব্যস্ত কাশ্মীরি কুলের চাষ করতে। সরকারি সহযোগিতা ছাড়াই নিজের উদ্যোগেই এমন কুলের ফলন ফলিয়ে আজ উত্তর দিনাজপুরে রেকর্ড করেছেন তিনি। এই চাষ করে এখন তিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠছেন বলে দাবি জিতেন বর্মণের।

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular